সেনাবাহিনীর অভিযানে আব্দুস সালাম মোল্লা নামের এক আওয়ামী লীগ নেতার ব্যবসা প্রতিষ্ঠান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় গুরুদাসপুর পৌর শহরের চাঁচকৈড় রসুন হাটে অভিযান চালানো হয়।
আব্দুস সালাম মোল্লা গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতির দায়িত্বে আছেন। তিনি আত্মগোপনে থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি।
সেনাবাহিনীর গুরুদাসপুর ক্যাম্পের ওয়ারেন্ট অফিসার মো. এরশাদ আলম বলেন, স্থানীয় লোকজনের দেওয়া তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগের ওই নেতার ব্যবসা প্রতিষ্ঠান অভিযান চালিয়ে ৩টি হাসুয়া, ১টি চাপাতি, ১টি চাকু, ২টি হাতুরীসহ লাঠিসোটা উদ্ধার করা হয়েছে।
পৌর বিএনপির সাধারণ সম্পাদক দুলাল সরকারসহ স্থানীয় ব্যবসায়ীরা জানান, দলীয় প্রভাবে প্রায় ১৫ বছর ধরে নন্দকুঁজা নদীর জায়গা দখল করে সেখানে রসুনের আড়ৎ নির্মাণ করেছিলেন আওয়ামী লীগ নেতা সালাম মোল্লা। ওই আড়তেই রেখেছিলেন দেশীয় সব অস্ত্র। সেখানে প্রায়ই বিভিন্নজনকে নির্যাতন করে অর্থ আদায় করা হতো। এসব অস্ত্র দিয়ে রাজনৈতিক সহিংসতা করার পরিকল্পনা ছিল ওই নেতার।
অভিযোগ অস্বীকার করে মোবাইল ফোনে আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মোল্লা বলেন, ওই ব্যবসা প্রতিষ্ঠানটি তার ছিল। কয়েকদিন আগে সেটি দখল করে নেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। বিএনপির লোকজন অস্ত্র রেখে তাকে রাজনৈতিকভাবে ফাঁসাতে চাচ্ছেন।
গুরুদাসপুর সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে আওয়ামী লীগ নেতার ওই ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। তাবে ওই নেতাকে পাওয়া না গেলেও সেখান থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।