জামায়াত ও বিএনপি দেশের পার্বত্য অঞ্চলে জঙ্গিবাদের মদতদাতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম।
আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার (১ জুলাই) বিকেলে গুলিস্তানের দলীয় কার্যালয়ে ঢাকা জেলা যুবলীগ আয়োজিত কর্মীসভায় তিনি এই মন্তব্য করেন।
বর্তমানে সবক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের অর্জন রয়েছে। আর সেই অর্জনকে ম্লান করতে স্বাধীনতা বিরোধী দল জামায়াত-বিএনপি দেশ ও রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র চালাচ্ছে বলে অভিযোগ করেন কামরুল ইসলাম।
ঢাকা-২ আসনের এই সংসদ সদস্য বলেন, ‘জঙ্গিবাদকে শেখ হাসিনা সরকার সফলভাবে দমন করতে পেরেছে। কিন্তু, এই অপশক্তিরা জনগণকে দুর্বিষহ অবস্থায় নিয়ে যাওয়ার জন্য জঙ্গিবাদকে উসকে দিয়ে ভয়াবহ অবস্থা তৈরির চেষ্টা করছে।’
বিএনপি আবারও জামায়েতের সঙ্গে গাঁটছড়া বেঁধে যুবসমাজকে নষ্ট করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করে আওয়ামী লীগের এই সভাপতিমণ্ডলীর সদস্য। তিনি বলেন, ‘একাত্তরের ঘাতকদের নিয়ে মাঠে নামার পাঁয়তারা করছে বিএনপি। এরা পাকিস্তানি কায়দায় ভারতের বিরুদ্ধে দেশের মানুষের মন বিষিয়ে তুলছে।’
বিএনপিকে বিষধর সাপ উল্লেখ করে কামরুল ইসলাম বলেন, যেকোনো মুহূর্তে ছোবল মারতে পারে তারা। ভারতের বিরুদ্ধে নানা অপপ্রচার ও গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করছে।
তিনি আরও বলেন, ‘মুখে স্মার্ট বাংলাদেশের কথা বললে হবে না। এই অপশক্তির বিরুদ্ধে যুবসমাজকে রুখে দাঁড়াতে হবে। মুক্তিযুদ্ধের পক্ষে এমন অবস্থা তৈরি করতে হবে যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।’