bnp

বিএনপির ৩ দিনের কর্মসূচি: ঢাকাসহ মহানগর ও জেলায় সমাবেশ

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৩ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ২৯ জুন রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করবেন দলটির নেতাকর্মীরা। এছাড়া ১ জুলাই সব মহানগর ও ৩ জুলাই সারাদেশের জেলা শহরে সমাবেশ করবে বিএনপি।

বুধবার রাজধানীর নয়াপল্টনে যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যৌথসভা সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার মুক্তির দাবিতে শনিবার রাজধানীর নয়াপল্টনে বড় জমায়েতের প্রস্তুতি নিচ্ছে দলটি। বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর নেতারা এ নিয়ে ধাপে ধাপে বৈঠক করেছেন।

বুধবার পৃথকভাবে সদ্যবিলুপ্ত ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সঙ্গে প্রস্তুতি সভা করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

জানা গেছে, নয়াপল্টনের সমাবেশে রাজধানীর আশপাশের সাংগঠনিক জেলা ও মহানগরের নেতাকর্মীরা অংশ নেবেন। শনিবার বিকাল ৩টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে। প্রস্তুতি সভায় বিএনপির কেন্দ্রীয়, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে নয়াপল্টনে সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, মীর সরাফত আলী সপু, সুলতান সালাউদ্দিন টুকু, সাইয়েদুল আলম বাবুল, মাহবুবুল হক নান্নু, মনির হোসেন, বেনজীর আহমেদ টিটো, নজরুল ইসলাম আজাদ, তাবিথ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।

Scroll to Top