প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ‘বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা’ ও বাংলাদেশের রাজনীতিতে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সম্প্রতি করা প্রশংসার বিষয়ে মন্তব্য করতে গিয়ে একে ‘রাজনৈতিক ইতিবাচকতা’ হিসেবেই উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
কাদের বলেছেন, ‘ব্যাখ্যা আমরা পেয়েছি এটা বলতে চাই না। যদি কোনও ব্যাখ্যা দিতে হয় তা নির্বাচন কমিশন দেবে। তবে তাদের (বিএনপি) সঙ্গে নির্বাচনী সংলাপে প্রধান নির্বাচন কমিশনার ও সচিবদের প্রত্যেকের যে বক্তব্য এটি আমরা মনে করি ইউজফুল পজেটিভ ডায়ালগ। এটি কনস্ট্রাকটিভ আলোচনারই একটি অংশ।’
বুধবার (১৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সঙ্গে ইসির নির্বাচনী সংলাপ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ওবায়দুল কাদের।
কমিশনে পেশকৃত দলের প্রস্তাবগুলোর বিষয়ে ইসির তাৎক্ষণিক প্রতিক্রিয়া তুলে ধরে কাদের বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনাররা ‘ইন ওয়ান ভয়েস’এ প্রত্যেকে বলেছেন, আমাদের এই প্রস্তাবগুলো কোনও রাজনৈতিক দলের প্রস্তাব বলে তাদের কাছে মনে হয়নি। কমিশন বলেছে- অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও এক্সেপ্টেবল নির্বাচনের স্বার্থে যে প্রস্তাবগুলো দেয়া প্রয়োজন আপনাদের কাছ থেকে তা পেয়েছি। এগুলো অত্যন্ত পজেটিভ প্রস্তাব।’
বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ১৮ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস পি