\’জ্ঞানের অভাব পাইকারি হারে কথা বলছেন প্রধান বিচারপতি\’

প্রধান বিচারপতি এস কে সিনহার জ্ঞানের অভাব রয়েছে। তাই তিনি পাইকারি হারে কথা বলছেন বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মহিলা সংসদ সদস্যদের অবজ্ঞার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ যুব মহিলা লীগ এ মানববন্ধনের আয়োজন করে।

আমির হোসেন আমু বলেন, ‘প্রধান বিচারপতি হঠাৎ করেই সংসদ নিয়ে আপত্তিকর মন্তব্য করে মাঠে নেমেছেন। তিনি প্রত্যক্ষ-পরোক্ষ ভাবে উদ্বত্য ছাড়িয়ে যাচ্ছেন। তাকে মনে রাখতে হবে আওয়ামী লীগ ঠুনকো দল নয়। কোন সামরিক জান্তার পকেট থেকে এ দলের সৃষ্টি হয়নি। তাই অবিলম্বে তার পর্যবেক্ষণ প্রত্যাহার করতে হবে।’

শিল্পমন্ত্রী বলেন, ‘শোকের মাস আসলেই ষড়যন্ত্রকারীরা উজ্জীবিত হয়। নতুন ভাবে পানি ঘোলা করার চেষ্টা করে। পাকিস্তানের উদাহরণ দিয়ে প্রধান বিচারপতি ভীতি প্রদর্শনের চেষ্টা করছেন। আর তার কথা পুঁজি করে বিএনপি নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।’

তিনি প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেন, ‘আপনি যাদের খুশি করার জন্য এসব অবান্তর কথা বলছেন তারা আপনার বন্ধু নয়, শত্রু; তাদের চিহ্নিত করুন। বঙ্গন্ধুর নেতৃত্বেই আমরা এ দেশ স্বাধীন করেছি।’  এসময় তিনি প্রধান বিচারপতির অবান্তর কথাগুলো প্রত্যাহার করার আহ্বান জানান।

একই সমাবেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিবেক হচ্ছে মানুষের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ মানুষের বিবেকে কুঠারাঘাত করেছে। মহিলা সংসদদের নিয়ে কটূক্তি করায় দেশের নারী সমাজ আজ সংক্ষুব্ধ। সংসদ নিয়ে তার করা আপত্তিকর মন্তব্য মানুষের হৃদয়ে আঘাত করেছে।’

প্রধান বিচারপতির সংসদ নিয়ে পর্যবেক্ষণ বিএনপি-জামায়াতকে উস্কে দিচ্ছে বলেও মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা।
যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ আরও বক্তৃতা করেন সাংসদ অপু উকিল, সাবিনা আক্তার, যুব মহিলা লীগের সহ-সভাপতি জাকিয়া হোসেন মল্লিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ২৪ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top