ষোড়শ সংশোধনী নিয়ে রায়ের পর এই সরকারের ক্ষমতায় থাকার নৈতিক কোনো অধিকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ দাবি করেছেন।
শুক্রবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ দাবি জানান। তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায়ে সর্বোচ্চ আদালত যে পর্যবেক্ষণ দিয়েছেন, তা রায়েরই অংশ। কিন্তু ক্ষমতাসীনরা হুমকি দিয়ে সেটি বাতিল করতে চাচ্ছে।’
সরকারের উদ্দেশ্যে বিএনপির এই নেতা বলেন, ‘পর্যবেক্ষণে সংসদকে অপরিপক্ক ও অকার্যকর বলা হয়েছে। বর্তমান সংসদ অবৈধ, সরকারও বেআইনি। তাই নিজেদের ইতিহাসের আবর্জনায় নিক্ষেপ না করে অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে পদত্যাগ করুন।’
তিনি অভিযোগ করেন, ‘ষোড়শ সংশোধনী বাতিলের রায় দেওয়ায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এখন আওয়ামী লীগের কাঠগড়ায়। তার আয়-ব্যয়ের তদন্ত শুরু করেছে দুদক, এনবিআর ও বাংলাদেশ ব্যাংক। এই তদন্তকে প্রধান বিচারপতির বিরুদ্ধে সরকারের প্রতিশোধ গ্রহণের পালা শুরু হলো বলে সবাই মনে করছে।’
রিজভী বলেন, ‘সর্বোচ্চ আদালতকে নতজানু রাখতে পোড়ামাটির নীতি গ্রহণ করেছে সরকার। সরকার যাদের তার বিরোধী পক্ষ মনে করবে, তাদের বিরুদ্ধেই দুদক-এনবিআর ব্যবহার করে বানোয়াট মামলা করাবে।’
বন্যার্তদের সহায়তায় সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘মানুষ তাদের বাড়িঘর, সহায়-সম্পদ, ফসল সব হারিয়ে দিশেহারা। তাদের দিকে ভয়ঙ্কর দুর্ভিক্ষ ধেয়ে আসছে। অথচ ভোটারবিহীন সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে খাদ্যমন্ত্রী, ত্রাণমন্ত্রী প্রতিনিয়ত মিথ্যা, বানোয়াট ও চাপাবাজি করছেন- দেশে খাদ্যের কোনো ঘাটতি নেই।’
জনগণের লুটের টাকা দিয়ে আওয়ামী লীগের নেতারা কানাডায় বেগমবাজার আর মালয়েশিয়ায় সেকেন্ড হোম তৈরি করছে বলেও অভিযোগ করেন রিজভী। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ছানা উল্লাহ মিয়া প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসপি