খালেদার ৪০ বছরের বাবুর্চি তোফাজ্জলের ইন্তেকাল

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার বাবুর্চি তোফাজ্জল হোসেন ইন্তেকাল করেছেন। মঙ্গলবার (২২ আগস্ট) বিকালে ঢাকার একটি হাসপাতালে তিনি মারা যান। বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে বিএনপি প্রধানের গণমাধ্যম বিভাগের কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য জানান। তিনি বলেন, ‘প্রায় ৪০ বছর ধরে তোফাজ্জল হোসেন চেয়ারপারসনের রান্নার দায়িত্ব পালন করেছেন।’

তোফাজ্জল হোসেনের মৃত্যুতে লন্ডন সফরে থাকা খালেদা জিয়া শোক প্রকাশ করেছেন এবং তার রুহের মাগফেরাত কামনা করেছেন। তিনি তোফাজ্জল হোসেনের পরিবারের প্রতিও সমবেদনা জানিয়েছেন। শায়রুল কবির জানান, গত ২৩ আগস্ট তোফাজ্জল হোসেনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। বগুড়ার গাবতলীর নিজ গ্রামে তাকে দাফন করা হয়।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ২৫ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top