সারাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোট (এলডিএ) এর ডাকা আধাবেলা হরতালে পল্টন মোড়ে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এ সময় হরতাল সমর্থকদের উদ্দেশে পুলিশকে জলকামান ও টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে।
এসময় হরতাল সমর্থকরাও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। জানা গেছে, সংঘর্ষে পুলিশের চার থেকে পাঁচজন সদস্য আহত হয়।
দুপুরে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বেলা ১১টার দিকে পল্টনে হরতাল সমর্থকরা অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তাদেরকে বাধা দিতে গেলে তারা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান নিক্ষেপ করা হয়। এখন পরিস্থিতি পুরোপুরি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।’
সোমবার ৮টি বামপন্থী রাজনৈতিক দলের জোট এলডিএ সকাল ৬টা থেকে এই হরতাল শুরু করে। চলে দুপুর ১২টা পর্যন্ত। নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ করে এমন ‘ব্যবসায়ীদের সিন্ডিকেট’ ভাঙ্গা এবং প্রকৃত ব্যক্তিদের রেশন কার্ড প্রদানের দাবিতে এই হরতাল পালিত হচ্ছে।