‘সাড়ে আট বছরে ৮ মিনিটও বিক্ষোভ করতে পারেনি বিএনপি’

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি সাড়ে ৮ বছরে সাড়ে ৮ মিনিটও রাস্তায় বিক্ষোভ করতে পারেনি। ৫ জানুয়ারি নির্বাচনে না যাওয়াটাও তাদের একটি ভুল। তাদের রাজনীতি এখন আটকে আছে ভুলের চোরাবালিতে।’

শনিবার (২৬ আগস্ট) দুপুরে কুমিল্লার চৌদ্দগ্রামে চট্টগ্রাম বিভাগের সকল জেলার সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, ‘মির্জা ফখরুল ও তার দলের সকল নেতাদের পদত্যাগ করা উচিত।’

কাদের বলেন, ‘তারা আমাদের কি উপদেশ দেবে তারা নিজেদেরই পদত্যাগ করা উচিত। সারাদেশে বিএনপি নেতাকর্মীরা আজ হতাশ শুধুমাত্র তাদের ব্যর্থ নেতৃত্বের কারণে।’ সড়কের যানজট নিয়ে মন্ত্রী বলেন, ‘ঈদ যাত্রা এবার চ্যালেঞ্জিং, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্টদের সকলকে রাস্তায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এস

Scroll to Top