বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, মানুষের ভোটাধিকারের মাধ্যমেই দেশে গণতন্ত্র ফির আসবে। প্রতিহিংসার যে রাজনীতি চলছে, তারও অবসান হবে।
খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২৪ জানুয়ারি) সকালে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন, এক এগারোর সরকারের বিরাজনীতিকরণের অংশ হিসেবে বিএনপির ওপর নির্যাতন নেমে আসার ধারাবাহিকতায় আরাফাত রহমান কোকোর মৃত্যুবরণ হয়েছে। বিনা চিকিৎসায় জীবনাবসান হয় কোকোর।
মঈন বলেন, কোকো দক্ষ ক্রীড়া সংগঠক ছিলেন, বাংলাদেশের ক্রীড়ার উন্নয়নে ভূমিকা রেখেছিলেন।
পরে ড. মঈন খান সাংবাদিকদের বলেন, এক এগারোর সরকারের বিরাজনীতিকরণের অংশ হিসেবে বিএনপির ওপর নির্যাতন নেমে আসার ধারাবাহিকতায় আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়। বিনা চিকিৎসায় জীবনাবসান হয় কোকোর। বিএনপির প্রত্যাশা হিংসা, বিদ্বেষ, প্রতিহিংসার রাজনীতি দূর হয়ে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। এর আগে সকালে কোকোর কবরে শ্রদ্ধা জানান বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক।