প্রযুক্তিগত অদক্ষতা দেশকে মারাত্মক অর্থনৈতিক ঝুঁকিতে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রযুক্তিতে পিছিয়ে থাকার কারণে গার্মেন্টস খাত ঝুঁকির মধ্যে আছে বলেও জানান তিনি।
আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ের বিটিআরসি কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। পলক বলেন, গার্মেন্টস ঝুঁকিতে কারণ বহির্বিশ্ব রোবটিকসের দিকে ঝুঁকছে।
তিনি আরও বলেন অনিবন্ধিত মোবাইল নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। বিটিআরসির তিনটি লক্ষ্য উল্লেখ করে তার উপর জোর দেয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদসহ আরও অনেকে।