দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে নৌকার প্রার্থী মাববুবুর রহমান রুহেল ৩৬ হাজার ০৬৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ৮৯ হাজার ৬৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীক নিয়ে ৫২ হাজার ৯৯৫ ভোট পেয়ে পরাজিত হয়েছেন।
আজ রোববার (০৭ জানুয়ারি) বেসরকারিভারে স্থানীয়ভাবে প্রাপ্ত এ ফলাফল ঘোষণা করা হয়েছে। মিরসরাইয়ে সর্বমোট ভোট সংগ্রহ হয়েছে ৪৯.০৮ ভাগ।