\’রাজনীতিতে মাফ বলে কিছু নেই\’

ষোড়শ সংশোধনীর রায় বাতিলকে কেন্দ্র করে ক্ষমতাসীনরা ‘বাড়াবাড়ি’ করছে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ভবিষ্যতে এর জন্য খেসারত দিতে হবে। ভুল করলে আল্লাহ মাফ করে। কিন্তু রাজনীতিতে ভুল করলে খেসারত দিতে হয়। অতীতে তা প্রমাণ হয়েছে। কারণ রাজনীতিতে মাফ বলে কিছু নেই।’

শনিবার (২৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ভিআইপি লাউঞ্জে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘বীর উত্তর শহীদ জিয়াউর রহমান’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে জাতীয়তাবাদী নাগরিক দল।

মোশাররফ হোসেন বলেন, ‘ষোড়শ সংশোধনীর বাতিলের পর বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগের মধ্যে মুখোমুখি অবস্থান তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রীও এ সংশোধনীর উপর বক্তব্য দিয়ে বিচার বিভাগ ও নির্বাহী বিভাগকে মুখোমুখি করে দিয়েছে যা দেশের জন্য মঙ্গল হতে পারে না।’

তিনি বলেন, ‘বিচার বিভাগকে চাপ দেয়ার চেষ্টা গর্হিত অপরাধ। কারণ বিচার বিভাগকে সামনে রেখে দেশ অগ্রসর হয়। তা না হলে জনগণের সর্বশেষ ভরসার স্থল, সেটাও সরকারের নিয়ন্ত্রণে চলে যায়।’

তিনি আরও বলেন, ‘কেউ কেউ প্রধান বিচারপতির পদত্যাগ চাচ্ছেন। অথচ যদি প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে হয়, তাহলে বিচার বিভাগ ধ্বংস হয়ে যাবে। দেশও ধ্বংস হয়ে যাবে।’

বিএনপির এই নেতা বলেন, ‘আজ যারা প্রধান বিচারপতির পদত্যাগ চান, জনগণই তাদের (সরকার) পদত্যাগ চাইবে। যারা সংবিধান ও সুপ্রিম কোর্টের রায়ের প্রতি অশ্রদ্ধা দেখাচ্ছেন, একদিন জনতার আদালতে তাদের বিচার হবে।’

নির্বাচন প্রসঙ্গে মোশাররফ বলেন, ‘২০১৪ সালের নির্বাচনের মত আরেকটি বিনা নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পাঁয়তারা করছে। তাদের স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, গত নির্বাচনের মত আর কোনও নির্বাচন দেশে হবে না, হতে দেয়া হবে না। নির্বাচন হবে সকল দলের অংশগ্রহণে।’

সংগঠনের সভাপতি শাহাজাদা সৈয়দ ওমর ফারুকের সভাপতিত্বে আরও বক্তব্য দেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা সুকোমল বড়ুয়া, বিএনপি নেতা আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ, খালেদা ইয়াসমিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি

Scroll to Top