রাজশাহী ও ফেনীর পাঁচটি ভোট কেন্দ্রে আগুন দেওয়া হয়েছে। এর মধ্যে একটি কেন্দ্রে বিকট শব্দের বোমা বিস্ফোরণ ঘটানো হয়েছে। উদ্ধার করা হয়েছে আরো দুটি তাজা ককটেল। এ ঘটনায় কেউ হতাহত না হলেও পুড়ে গেছে স্কুলের আসবাবসহ বিভিন্ন সরঞ্জাম।
আজ শুক্রবার (৫ জানুয়ারি) ও বৃহস্পতিবার রাতে ফেনী ও রাজশাহীতে ঘটানাগুলো ঘটেছে। প্রতিনিধিদের বরাতে এসব খবর জানা গেছে।
জানা গেছে, শুক্রবার সকাল সাতটার দিকে ফেনীর সোনাগাজী চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে আগুন দেয় দুর্বৃত্তরা। আধা ঘণ্টার মধ্যে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র করা হয়েছে ওই স্কুলটিতে। তবে যেখানে আগুন দেয়া হয়েছে, সেখানে কোনো বুথ রাখা হয়নি।
ফেনীর পুলিশ সুপার মো. জাকির হাসান বলেছেন, দ্রুত সময়ের মধ্যে প্রকৃত রহস্য উদঘাটন করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে। এদিকে বৃহস্পতিবার রাতে রাজশাহীর বাঘা উপজেলার পাকুরিয়া জোতনাশী প্রাথমিক বিদ্যালয়, আড়ানী ইউনিয়নের জিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগমারা উপজেলার গনিপুর আক্কেলপুর উচ্চ বিদ্যালয় এবং মোহনপুর উপজেলার মতিহার উচ্চবিদ্যালয় ভোট কেন্দ্রগুলো আগুন দেয়া হয়।