আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রচারের সব তথ্য এখন থেকে পাওয়া যাবে টেলিগ্রামে। সম্প্রতি দলের টেলিগ্রাম চ্যানেলটি চালু করা হয়েছে। নির্বাচনী প্রচারের সব তথ্য এখন থেকে এই চ্যানেলে নিয়মিত প্রকাশ করা হবে বলে জানা গেছে।
আওয়ামী লীগের অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে টেলিগ্রাম চ্যানেলের লিংকটি শেয়ার করে এতে সাবস্ক্রাইব করার আহ্বান জানানো হয়েছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্লোগানে দেশ পরিচালনার দায়িত্বে আসা আওয়ামী লীগ এবার প্রতিশ্রুতি দিয়েছে স্মার্ট বাংলাদেশ গঠনের।
সরকারের সব স্তরে যেমন প্রযুক্তিগত উৎকর্ষতার ছোঁয়া লেগেছে, তেমনই দলের মধ্যেও তা ছড়িয়ে দেয়া হয়েছে। আওয়ামী লীগের একটি দলের মাধ্যমে ফেসবুক, টুইটার, ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমের নানা প্ল্যাটফর্মে নিয়মিত সক্রিয় ভূমিকা রাখা হচ্ছে। নির্বাচনকে কেন্দ্র করে সেই যোগাযোগে যুক্ত হলো জনপ্রিয় মেসেজিং অ্যাপ্লিকেশন টেলিগ্রাম।