বরিশালে প্রধানমন্ত্রীর জনসভায় প্রবেশের সময় স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের সমর্থকদের ওপর শাম্মী আহম্মেদের সমর্থকদের হামলার অভিযোগ বরিশালে প্রধানমন্ত্রীর জনসভার মাঠে পঙ্কজ নাথ ও ডা. শাম্মী আহমেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার ( ২৯ ডিসেম্বর) দুপুরে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জনসভার মাঠে দুপক্ষের সংঘর্ষের মধ্যে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আহতদের মধ্যে ১৭ জনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের নাম সিরাজ সিকদার। তিনি হিজলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কৃষক লীগের সাধারণ সম্পাদক।
আহতরা জানায়, আজ বিকেল সোয়া তিনটা নাগাল বরিশাল–৪ আসনের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথের সমর্থকরা বঙ্গবন্ধু উদ্যানে জনসভায় প্রবেশের সময় মাঠে অবস্থানরত ডা. শাম্মি আহমেদের সমর্থকরা ইট, পানির বোতল ও লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালায়।
এ সময় সংঘর্ষস্থলের পাশে দাঁড়িয়ে থাকা সিরাজ সিকদার অসুস্থ হয়ে ঢলে পড়েন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহতদের অভিযোগ, তাদের ওপর যারা হামলা চালিয়েছে তারা বরিশাল–৪ আসনের নৌকার প্রার্থী ডা. শাম্মি আহমেদের সমর্থক।
আহত যুবক শিপন সিকদার, জুয়েল হাওলাদার, মো. আলাউদ্দিন ও মো. হোসেন বেপারি জানায়, ডা. শাম্মি আহমেদ মঞ্চে ওঠার সাথে সাথে হামলা শুরু হয়।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা মো. কামরুজ্জামান জানান, সিরাজ শিকদারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ নাথ ও নৌকার প্রার্থী ডা. শাম্মি আহমেদ উভয়ই সিরাজ শিকদারকে নিজের কর্মী বলে দাবি করেছেন।