বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা অবরোধ কর্মসূচি চলছে। তিনদিন নির্বাচন বর্জনের এক দফা দাবি ও অসহযোগ আন্দোলনের পক্ষে গণসংযোগ কর্মসূচির পর রোববার সকাল ৬টা থেকে এই কর্মসূচি পালন করছে দলগুলো।
অবরোধের সকালে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, যানবাহন চলছে স্বাভাবিক দিনের মতো। গণপরিবহনও স্বাভাবিক। দূর পাল্লার বাস ঠিক সময়ে ছেড়ে যাচ্ছে।
বিএনপির ডাকা অসহযোগ আন্দোলনের পক্ষে রাজধানীসহ দেশব্যাপী বিএনপির লিফলেট বিতরণ করেছে দলটির নেতাকর্মীরা। বিএনপির তিন দিনের গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি গত বৃহস্পতিবার শুরু হয়ে শনিবারের মধ্য দিয়ে শেষ হয়।
অবরোধের আগের রাতে রাজধানীর গুলিস্থান, কলাবাগান ও মিরপুর এলাকায় তিনটি বাসে আগুন দেয়া হয়েছে বলে জানা গেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্প্রতি এক ভার্চুয়ালি সংবাদ সম্মেলনে এই অবরোধের ঘোষণা দেন। এসময় তিনি বলেন, বর্তমান সরকারে পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা; অবাধ-সুষ্ঠু, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের চলমান আন্দোলন। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে আমাদের এই কর্মসূচি।