প্রতীক নিয়ে প্রচারযুদ্ধে প্রার্থীরা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৮৯৫ জন প্রার্থীকে সোমবার প্রতীক বরাদ্দ দিয়েছেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। প্রতীক পেয়েই আনুষ্ঠানিক প্রচারে নেমেছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ২৭টি রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্ররা।

প্রথম দিনেই মিছিল, লিফলেট বিতরণ, আলোচনা ও মতবিনিময় সভাসহ অংশ নিয়েছেন নানা কর্মসূচিতে।
বিভিন্ন প্রতিশ্রুতি নিয়ে তারা ছুটছেন ভোটারদের দুয়ারে দুয়ারে। তুলে ধরছেন নির্বাচনি এলাকা নিয়ে নিজেদের নানা পরিকল্পনাও। তাদের সঙ্গে যোগ দিয়েছেন দলীয় নেতাকর্মী-সমর্থকরা। শুরু হয়েছে পোস্টার লাগানো।

প্রথম দিনই প্রার্থীদের প্রচার-প্রচারণা জমজমাট নির্বাচনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করেন সংশ্লিষ্টরা। সকালের দিকে প্রতীক হাতে পেয়ে অধিকাংশ প্রার্থী ভোটারদের কাছে দোয়া প্রার্থনা করেন। বিভিন্ন দলের প্রার্থীরা অনেক এলাকায় পাশাপাশি প্রচার চালান। আজ থেকে প্রার্থীদের কর্মী-সমর্থকরা মিছিল নিয়ে শোডাউন করবেন। এছাড়া আগামী কয়েকদিন কে কীভাবে প্রচার চালাবেন এ সংক্রান্ত বিষয় গত রাতে চূড়ান্ত করা হয়। সারা দেশে শুরু হওয়া প্রচার আগামী ৫ জানুয়ারি পর্যন্ত চলবে।

এবারের নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ মোট ২৭টি দল অংশ নিয়েছে। এসব দলের মোট ১৫১৩ জন প্রার্থী দলীয় প্রতীক নিয়ে ভোটের মাঠে নেমেছেন। এর মধ্যে আওয়ামী লীগের ২৬৩ জন ও জাতীয় পার্টির ২৬৫ জন রয়েছেন।

অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে তৃণমূল বিএনপির ১৩৩ জন, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের ৬৪, বাংলাদেশ সুপ্রিম পার্টির ৭৯, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) ৫৪, গণফোরাম ৯ ও ন্যাশনাল পিপলস পার্টির ১২২ জন মাঠে রয়েছেন। আওয়ামী লীগ এ নির্বাচনে জাতীয় পার্টি ও শরিকদের ৩২ আসনে ছাড় দিয়েছে। এর বাইরে অন্যান্য দলের প্রায় এক হাজার প্রার্থী আছেন ভোটের মাঠে। কিন্তু নির্বাচনে ভোটের লড়াই জমাবে মূলত আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরাই। শতাধিক আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ সবার সামনে মূল প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীরা। ভোটের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণার শুরুতেই এসব স্বতন্ত্র প্রার্থী তীব্র লড়াইয়ের ইঙ্গিত দিচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, দলীয় মনোনয়নের বাইরে আওয়ামী লীগের অন্তত সাড়ে তিনশ নেতা স্বতন্ত্র প্রার্থী হয়ে ভোটের মাঠে রয়েছেন। এর মধ্যে ২৮ জন বর্তমান সংসদ সদস্যও আছেন, যারা এবার দলের মনোনয়ন পাননি। আছেন সাবেক বেশ কিছু সংসদ সদস্যও। জেলা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদত্যাগ করে নেমেছেন সংসদ নির্বাচনের লড়াইয়ে। আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতারাও স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছেন নির্বাচনে। শতাধিক আসনে এসব স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিসহ অন্যান্য দলের প্রার্থীদের মূল লড়াই হবে। ইতোমধ্যেই দলীয় স্বতন্ত্র প্রার্থীর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন মন্ত্রী ও হেভিওয়েট নেতাও।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক আদাবরের বায়তুল আমান জামে মসজিদে এশার নাজাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া নির্বাচনি এলাকার শ্যামলীর নির্বাচনি অফিসে মতবিনিময় সভা করেন তিনি। ঢাকা-৮ আসনের আওয়ামী লীগের প্রার্থী দলের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিকাল চারটায় গুলবাগ পানির পাম্প সংলগ্ন নির্বাচনি অফিস উদ্বোধন করেন। সন্ধ্যা ৬টায় ৯নং ওয়ার্ডের আরামবাগ গার্লস হাই স্কুলে পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করেন। এদিন সন্ধ্যা সাড়ে সাতটায় চামেলীবাগে পল্টন থানা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোস্তবা জামান পপির বাসভবনে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সঙ্গে মতবিনিময় করেন।

বিকাল চারটায় কড়াইল আদর্শনগর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রারণা শুরু করেন ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগ প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত। সুলতানুল আউলিয়া হযরত শাহ আলী বাগদাদী (রহ.) মাজার শরিফ জিয়ারতের মাধ্যমে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু ঢাকা-১৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। বাদ আসর কাজলা এলাকায় ওই প্রার্থীর বাসভবন থেকে মিলাদ ও দোয়া শেষে আনুষ্ঠানিকভাবে এ নির্বচানি প্রচার-প্রচারণা করেন ঢাকা-৫ আসনের নৌকার প্রার্থী যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হারুনুর রশীদ মুন্না। এই আসনের স্বতন্ত্র প্রার্থী ডেমরা মশিউর রহমান মোল্লা সজল বিকালে মাতুয়াইল কবরস্থানে বাবা প্রয়াত এমপি হাবিবুর রহমান মোল্লার কবর জিয়ারতের মাধ্যমে এলাকায় প্রচার-প্রচারণা শুরু করেন ট্রাক মার্কা নিয়ে।

জানা গেছে, ঢাকা-৫ আসনের নৌকার প্রার্থী হারুনুর রশীদ মুন্নার সঙ্গে মূল লড়াই হবে দুই স্বতন্ত্র প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন এবং ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজলের সঙ্গে। এদিকে স্বতন্ত্র প্রার্থী কামরুল হাসান রিপন ঈগল প্রতীক পেয়ে প্রথম দিনেই বড় শোডাউন করেছেন। রাজধানীর দনিয়া কলেজ অডিটোরিয়ামে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেন তিনি। তার সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়া প্রথম দিনে তার সমর্থনে সংসদীয় এলাকার বিভিন্ন স্থানে মিছিল হয়েছে।

ঢাকা :

ঢাকা-১ আসনে সাত প্রার্থী রয়েছেন। সালমা ইসলাম (লাঙ্গল), সালমান ফজলুর রহমান (নৌকা), আ. হাকিম (আম), সামসুজ্জামান চৌধুরী (একতারা), শেখ মো. আলী (মাছ), করম আলী (কাস্তে) ও মুফিদ খান (সোনালী আঁশ) বরাদ্দ পেয়েছেন।

ঢাকা-২ আসনে চারজন প্রার্থী রয়েছেন। কামরুল ইসলাম (নৌকা), শাকিল আহমেদ (লাঙ্গল), হাবিবুর রহমান (ট্রাক), আশরাফ আলী জিহাদী (মিনার) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঢাকা-৩ আসনে ছয়জন প্রার্থী রয়েছেন। নসরুল হামিদ (নৌকা), মনির সরকার (লাঙ্গল), আলী রেজা (ট্রাক), মো. রমজান (ছড়ি), আবদুস সালাম (আম), মোহাম্মদ জাফর (ডাব) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঢাকা-৪ আসনে ৯ জন প্রার্থী রয়েছেন। সানজিদা খানম (নৌকা), জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেন বাবলা (লাঙ্গল), মোহাম্মদ মনির হোসেন (ঈগল), আওলাদ হোসেন (ট্রাক), ইয়াসিন হোসেন (হাতঘড়ি), রফিকুল ইসলাম (সোনালী আঁশ), মো. সোহেল (ডাব), সালেহ আহমেদ সোহেল (ছড়ি), আলম (মিনার) প্রতীক পেয়েছেন।

ঢাকা-৫ আসনে ১২ জন প্রার্থী রয়েছেন। হারুনুর রশিদ মুন্না (নৌকা), মশিউর রহমান মোল্লা সজল (ট্রাক), কামরুল হাসান (ঈগল), আবু জাফর মো. হাবিবুল্লাহ (চেয়ার), এসএম লিটন (টেলিভিশন), আবু হানিফ (সোনালী আঁশ), আব্দুল কায়ুম (মিনার), আরিফুর রহমান (আম), মোশাররফ হোসেন মিয়া (একতারা), সাইফুল আলম (ডাব), সারওয়ার খান (কাঁঠাল), নুরুল আমিন (ছড়ি) প্রতীক পেয়েছেন।

ঢাকা-৬ আসনে সাতজন প্রার্থী রয়েছেন। সাঈদ খোকন (নৌকা), হামিদুর রেজা খান ভাসানী (আম), কাজী সিরাজুল ইসলাম (সোনালী আঁশ), আক্তার হোসেন (ছড়ি), আমিনুল ইসলাম সরকার (মাছ), রবিউল আলম মজুমদার (মিনার), সৈয়দ নাজমুল হুদা (বাইসাইকেল) প্রতীক পেয়েছেন।

ঢাকা-৭ আসনে ছয়জন প্রার্থী রয়েছেন। সোলায়মান সেলিম (নৌকা), সাইফুদ্দিন আহমেদ মিলন (লাঙ্গল), নূর জাহান বেগম (ছড়ি), আফসার আলী (একতারা), মাসুদ পাশা (আম), হাজি মোহাম্মদ ইদ্রিস ব্যাপারী (মশাল) প্রতীক পেয়েছেন।

ঢাকা-৮ আসনে ১০ জন প্রার্থী রয়েছেন। আফম বাহাউদ্দীন নাছিম (নৌকা), জুবের আলম খান (লাঙ্গল), আবু নোমান মোহাম্মদ জিয়াউল হক মজুমদার (মিনার), এমএ ইউসুফ (সোনালী আঁশ), খন্দকার এনামুল নাছির (একতারা), আবুল কালাম জুয়েল (আম), এসএম সরওয়ার (মোমবাতি), মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (ফুলের মালা), সাইফুল ইসলাম (টেলিভিশন), রাসেল কবির (ছড়ি) প্রতীক পেয়েছেন।

ঢাকা-৯ আসনে ৯ জন প্রার্থী রয়েছেন। সাবের হোসেন চৌধুরী (নৌকা), কাজী আবুল খায়ের (লাঙ্গল), তাহমিনা আক্তার (মাছ), রুবিনা আক্তার রুবি (সোনালী আঁশ), মোহাম্মদ কফিল (আম), শফি উল্লাহ চৌধুরী (টেলিভিশন), আনোয়ারুল ইসলাম (কাঁঠাল), নুরুল হোসাইন (ছড়ি), মাহিদুল ইসলাম (একতারা), প্রতীক পেয়েছেন।

ঢাকা-১০ আসনে পাঁচজন প্রার্থী রয়েছেন। ফেরদৌস আহমেদ (নৌকা), হাজি মো. শাহজাহান (লাঙ্গল), একেএম শামসুল আলম (আম), বাহারানে সুলতান বাহার (টেলিভিশন), শাহরিয়ার ইফতেখার (ছড়ি) প্রতীক পেয়েছেন।

ঢাকা-১১ আসনে আটজন প্রার্থী রয়েছেন। ওয়াকিল উদ্দিন (নৌকা), শামীম আহমেদ (লাঙ্গল), ফারাহনাজ হক চৌধুরী (একতারা), মোহাম্মদ মিজানুর রহমান (ডাব), মিজানুর রহমান (আম), শেখ মোস্তাফিজুর রহমান (মাছ), সাদেকুন নাহার খান (টেলিভিশন) ও হোসেন আহমেদ আশিক (নোঙ্গর) প্রতীক পেয়েছেন।

ঢাকা-১২ আসনে ছয়জন প্রার্থী রয়েছেন। আসাদুজ্জামান খান (নৌকা), খোরশেদ আলম খুশু (লাঙ্গল), আব্দুল হাকিম (মোমবাতি), আতিকুর রহমান নাজিম (টেলিভিশন), নাঈম হাসান (সোনালি আঁশ) ও শাহিন খান (আম) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঢাকা-১৩ আসনে ছয়জন প্রার্থী রয়েছেন। জাহাঙ্গীর কবির নানক (নৌকা), কামরুল হাসান (ফুলের মালা), জাফর ইকবাল নান্টু (মোমবাতি), জাহাঙ্গীর কামাল (টেলিভিশন), মো. শাহাবুদ্দিন (ছড়ি) ও সোহেল সামাদ বাচ্চু (একতারা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঢাকা-১৪ আসনে ১২জন প্রার্থী রয়েছেন। মাইনুল হোসেন খান (নৌকা), আলমাস উদ্দিন (নাঙ্গল), এ ওয়াই এম কামরুল ইসলাম (টেলিভিশন), মোহাম্মদ এমরুল কায়েস খান (রকেট), জেড আই রাসেল (ঈগল), মোহাম্মদ মহিবুল্লাহ (দানাল), সাবিনা আক্তার তুহিন (ট্রাক), আবু হানিফ (মশাল), মো. আসিফ হোসেন (ছড়ি), নাজমুল ইসলাম (সোনালি আঁশ), মাহবুব মোড়ল (আম) ও শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ (একতারা) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঢাকা-১৫ আসনে আটজন প্রার্থী রয়েছেন। কামাল আহমেদ মজুমদার (নৌকা), শামসুল হক (লাঙ্গল), এসএম ইসলাম (টেলিভিশন), নাজমা বেগম (আম), শামসুল ইসলাম (মশাল), আশরাফ হোসাইন সরকার (ডাব), সামসুল আলম চৌধুরী (একতারা) ও এমদাদ (সোনালী আঁশ)।

ঢাকা-১৬ আসনে পাঁচজন প্রার্থী রয়েছেন। ইলিয়াস উদ্দিন মোল্লা (নৌকা), আমানত হোসেন (লাঙ্গল), সালাউদ্দিন রবিন (ঈগল). তৌহিদুল ইসলাম (একতারা) ও সজীব কায়সার (টেলিভিশন) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঢাকা-১৭ আসনে আটজন প্রার্থী রয়েছেন। মোহাম্মদ আলী আরাফাত (নৌকা), এসএম আবুল কালাম আজাদ (টেলিভিশন), আইনুল হক (কুলা), কাজী শফিউল বাশার (সোনালী আঁশ), গোলাম ফারুক মজনু (আম), শাহ আলম (একতারা) ও আরাফাত আশওয়াদ ইসলাম (বেলুন) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঢাকা-১৮ আসনে ১০ জন প্রার্থী রয়েছেন। এসএম আবুল কালাম আজাদ (টেলিভিশন) দয়াল কুমার বড়ুয়া (হাতঘড়ি), ফাহমিদা হক সুকন্যা (ছড়ি), মোহাম্মদ মফিজুর রহমান (সোনালী আঁশ), জাকির হোসেন ভূইয়া (আম), শেরীফা কাদের (লাঙ্গল), নজিম উদ্দিন (মোড়া), বশির উদ্দিন (ঈগল) মো. খসরু চৌধুরী (কেটলি) ও এসএম তোফাজ্জল হোসেন (ট্রাক) প্রতীক পেয়েছেন।

ঢাকা-১৯ আসনে ১০ জন প্রার্থী রয়েছেন। এনামুর রহমান (নৌকা), তালুকদার মো. তৌহিদ জং মুরাদ (ঈগল), সাইফুল ইসলাম (ট্রাক), নূরুল আমীন (মাছ), মাহবুবুল হাসান (সোনালী আঁশ), মিলন কুমার ভঞ্জ (ডাব), ইসরাফিল হোসেন সাভারী (আম), জুলহাস (একতারা), সাইফুল ইসলাম (নোঙর), আইরিন পারভিন (কাঁঠাল) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

ঢাকা-২০ আসনে সাতজন প্রার্থী রয়েছেন। বেনজীর আহমদ (নৌকা), খান মোহাম্মদ ইসরাফিল (লাঙ্গল), এম এ মালেক (ট্রাক), মোহাদ্দেছ হোসেন (কাঁচি), আমিনুর রহমান (ছড়ি), মিনহাজ উদ্দিন (একতারা) ও রেবেকা সুলতানা (আম) প্রতীক বরাদ্দ পেয়েছেন।

রাজশাহী :

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) ওমর ফারুক চৌধুরী (নৌকা), শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি (ট্রাক), নুরুন্নেসা (আম), শামসুদ্দিন (লাঙ্গল), জামাল খান দুদু (সোনালী আঁশ), বশির আহমেদ (ছড়ি), আল সামাদ (টেলিভিশন) ও বিএনএমের সামসুজ্জোহা বাবু (নোঙর)। রাজশাহী-২ (শহর) ফজলে হোসেন বাদশা (নৌকা), আব্দুল্লাহ আল মাসুদ শিবলী (মশাল), সাইফুল ইসলাম স্বপন (লাঙ্গল), কামরুল হাসান (নোঙর), মারুফ শাহরিয়ার (ডাব) ও ইয়াসির আলিফ বিন শাহরিয়ার (ছড়ি)। রাজশাহী-৩ (মোহনপুর-পবা) আসাদুজ্জামান আসাদ (নৌকা), মতিউর রহমান মন্টু (নোঙর), সইবুর রহমান (আম), বজলুর রহমান (টেলিভিশন), আব্দুস সালাম খান (লাঙ্গল) ও এনামুল হক (ছড়ি)। রাজশাহী-৪ (বাগমারা) আবুল কালাম আজাদ (নৌকা), আবু তালেব প্রামাণিক (লাঙ্গল), ইঞ্জিনিয়ার এনামুল হক (কাঁচি), জিন্নাতুন নেসা জিন্নাহ (আম), সাইফুর রহমান রায়হান (নোঙর) ও বাবুল হোসেন (মাথাল)। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আব্দুল ওয়াদুদ দারা (নৌকা), আবুল হোসেন (লাঙ্গল), আলতাফ হোসেন মোল্লা (একতারা), ওবায়দুর রহমান (ঈগল), মখলেসুর রহমান (মাছ) ও  শরিফুল ইসলাম (নোঙর)। রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) শাহরিয়ার আলম (নৌকা), শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল), রাহেনুল হক (কাঁচি), মহসিন আলী (আম), আব্দুস সামাদ (নোঙর) ও জুলফিকার মান্নান জামী (মশাল)।

বগুড়া :

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) সাহাদারা মান্নান (নৌকা), গোলাম মোস্তফা বাবু (লাঙ্গল), এনএম আবু জিহাদ (সোনালী আঁশ), আনোয়ার হোসেন (ফুলের মালা), নজরুল ইসলাম (বটগাছ), হাসান আকবর আফজাল (মশাল), কেএসএম মোস্তাফিজুর রহমান (ঈগল), শাহাজাদী আলম লিপি (তলবা), ইয়াসির রহমতুল্লাহ ইন্তাজ (ট্রাক) ও মো. শোকরানা (কেটলি)।

বগুড়া-২ (শিবগঞ্জ) শরিফুল ইসলাম জিন্নাহ (লাঙ্গল), বরকত উল্লাহ (টেলিভিশন), বজলুর রহমান (সোনালী আঁশ), মুনছুর রহমান শেখ (ডাব), বিউটি বেগম (ট্রাক), আকরাম হোসেন (কাঁচি) ও আল ফারাবী মো. নুরুল ইসলাম (বেঞ্চ)।

বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) নুরুল ইসলাম তালুকদার (লাঙ্গল), আফরিনা পারভীন (একতারা), আবদুল মোত্তালেব (সোনালী আঁশ), আবদুল মালেক সরকার (মশাল), তাজউদ্দীন মন্ডল (ডাব), রফিকুল ইসলাম সরদার (নোঙর), অজয় কুমার সরকার (কাঁচি), খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী (ট্রাক), ফেরদৌস স্বাধীন ফিরোজ (ঈগল), আফজাল হোসেন (ফুলকপি) ও নজরুল ইসলাম (কেটলি)।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) একেএম রেজাউল করিম তানসেন (নৌকা), আশরাফুল হোসেন আলম (ডাব), শাহীন মোস্তফা কামাল (লাঙ্গল), জিয়াউল হক (ঈগল) ও মোশফিকুর রহমান (ট্রাক)।

বগুড়া-৫ (শেরপুর-ধুনট) মজিবর রহমান মজনু (নৌকা), রাসেল মাহমুদ (মশাল), আল আসলাম হোসেন রাসেল (টেলিভিশন), নজরুল ইসলাম (মিনার) ও মামুনার রশিদ (ডাব)।

বগুড়া-৬ (সদর) রাগেবুল আহসান রিপু (নৌকা), আজিজ আহম্মেদ (লাঙ্গল), শহিদুল ইসলাম (আম), আবদুল মান্নান (ট্রাক) ও সৈয়দ কবির আহম্মেদ (ঈগল)।

বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) মোস্তফা আলম (নৌকা), এটিএম আমিনুল ইসলাম (লাঙ্গল), মেহেরুল আলম মিশু (ডাব), আবদুর রাজ্জাক (মশাল), জাতীয় পার্টির (জেপি) আবদুল মজিদ (বাইসাইকেল), এনামুল হক (ছড়ি), ফজলুল হক (আম), মো. রনি (নোঙ্গর), নজরুল ইসলাম (কেটলি), রেজাউল করিম বাবলু (ট্রাক) ও সরকার বাদল (ঈগল)।

যশোর :

যশোর-১ (শার্শা) শেখ আফিল উদ্দিন (নৌকা), আশরাফুল আলম লিটন (ট্রাক), আক্তারুজ্জামান (লাঙ্গল)। যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) ডা. তৌহিদুজ্জামান তুহিন (নৌকা), মনিরুল ইসলাম (ট্রাক), এসএম হাবিবুর রহমান (ঈগল), ফিরোজ শাহ (লাঙ্গল) ও আব্দুল আওয়াল (ডাব), শামছুল হক (টেলিভিশন)। যশোর-৩ (সদর) কাজী নাবিল আহমেদ (নৌকা), মোহিত কুমার নাথ (ঈগল), মারুফ হাসান কাজল (কুলা), মাহবুব আলম (লাঙ্গল), সুমন কুমার রায় (আম), মো. তৌহিদুজ্জামান (বটগাছ), মো. কামরুজ্জামান (সোনালী আশ), শেখ নুরুজ্জামান (নোঙর)। যশোর-৪ (বাঘারপাড়া ও অভয়নগর) রণজিৎ কুমার রায় (ঈগল), এম শাব্বির আহমেদক (সোনালী আশ), সুকৃতি কুমার মন্ডল (নোঙর), ইউনুস আলী (মিনার) ও জহুরুল হক (নাঙ্গল)। যশোর-৫ (মণিরামপুর) স্বপন ভট্টাচার্য্য (নৌকা), ইয়াকুব আলী (ঈগল), আবু নসর মোহাম্মদ মোস্তফা (সোনালী আঁশ), হাফেজ মাওলানা নুরুল্লাহ আব্বাসী (মিনার) ও এমএ হালিম (লাঙ্গল)। যশোর-৬ (কেশবপুর) শাহীন চাকলাদার (নৌকা), এইচএম আমির হোসেন (কাঁচি), আজিজুল ইসলাম (ঈগল) ও জিএম হাসান (লাঙ্গল)।

পঞ্চগড় :

পঞ্চগড়-১ মো. নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা (নৌকা), আনোয়ার সাদাতা সম্রাট (ট্রাক), মশিউর রহমান (আম), আব্দুল মজিদ (ছড়ি), আব্দুল ওয়াদুদ বাদশা (একতারা) ও সিরাজুল ইসলাম (টেলিভিশন)। পঞ্চগড়-২ মো. নুরুল ইসলাম সুজন (নৌকা), আব্দুল আজিজ (সোনালী আঁশ), লুৎফর রহমান রিপন (লাঙ্গল) ও আহমদ রেজা ফারুকী (একতারা)।

গাইবান্ধা :

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) শামীম হায়দার পাটোয়ারী (লাঙ্গল), আইরিন আক্তার (হাতঘড়ি), খন্দকার রবিউল ইসলাম (ঘড়ি), মর্জিনা খান (আম), মো. আবু বক্কর সিদ্দিক (গামছা), গোলাম আহসান হাবীব মাসুদ (মশাল), মো. ফকরুল হাসান (ডাব), ওমর ফারক সিজার (টেলিভিশন), আব্দুল্লাহ নাহিদ নিগার (ঢেঁকি), জয়নাল আবেদীন (ট্রাক)। গাইবান্ধা-২ (সদর) আব্দুর রশিদ সরকার (লাঙ্গল), শাহ সারোয়ার কবীর (ট্রাক), মাছুমা আক্তার (ঈগল), জিয়া জামান খান (আম), মো. গোলাম মারুফ মনা (মশাল)। গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ী) উম্মে কুলসুম স্মৃতি (নৌকা), মইনুর রাব্বী চৌধুরী (লাঙ্গল), মো. আজিজার রহমান বিএসসি (ঢেঁকি), সাহরিয়া খান বিপ্লব (ট্রাক), মফিজুল হক সরকার (ঈগল), মো. মঞ্জুরুল হক (নোঙর), মোস্তফা মনিরুজ্জামান (গামছা), মাহমুদুল হক (হাতঘড়ি), জাহাঙ্গীর আলম সরকার (আম) ও এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল)। গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আবুল কালাম আজাদ (নৌকা), কাজী মশিউর রহমান (লাঙ্গল), মনোয়ার হোসেন চৌধুরী (ট্রাক)। গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) মাহমুদ হাসান রিপন (নৌকা), আতাউর রহমান সরকার আতা (লাঙ্গল), শামসুল আজাদ শীতল (ঈগল), জাহাঙ্গীর আলম (কুলা), ফারুক মিয়া (আম) ও ফারজানা রাব্বী বুবলী (ট্রাক)।

লক্ষ্মীপুর ও রায়পুর :

লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) ড. আনোয়ার হোসেন খান (নৌকা), মাহামুদুর রহমান (লাঙ্গল), নিয়াজ মাখলুম ফারুকী (মোমবাতি), মোশাররফ হোসেন (আম), এমএ গোফরান (কেটলি), হাবিবুর রহমান পবন (ঈগল)। লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) নুরউদ্দিন চৌধুরী নয়ন (নৌকা), বোরহান উদ্দিন আহমেদ (লাঙ্গল), মো. আমীর হোসেন (মশাল), আব্দুল্লাহ আল মাসুদ (সোনালী আঁশ), জহির হোসেন (একতারা), মো. মনসুর রহমান (ডাব), মো. মোরশেদ আলম (চেয়ার), মো. শরিফুল ইসলাম (মোমবাতি), মো. ইমাম উদ্দিন সুমন (ছড়ি), চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনা (তরমুজ) ও মো. ফরহাদ মিয়া (হাতঘড়ি)। লক্ষ্মীপুর-৩ (সদর) গোলাম ফারুক পিংকু (নৌকা), অধ্যক্ষ এমএ সাত্তার (ট্রাক), মোহাম্মদ রাকিব হোসেন (লাঙ্গল), মাহাবুবুল করিম টিপু (হাতুড়ি), মো. নাইম হাসান (সোনালী আঁশ) ও আবদুর রহিম (কাঁঠাল)। লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) মোশাররফ হোসেন (নৌকা), মোহাম্মদ আবদুল্লা আল মামুন (ঈগল), ইস্কান্দার মির্জা শামীম (ট্রাক), মাহমুদা বেগম (তবলা) ও মো. সোলাইমান (একতারা)।

বরগুনা (দক্ষিণ) ও আমতলী :

বরগুনা-১ ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (নৌকা), মো. খলিলুর রহমান (লাঙ্গল), মো. মাসুদ কামাল (নোঙর), ইউনুস সোহাগ (সোনালী আঁশ), মাহবুবুর রহমান (আম) ও শাহ্ আবুল কালাম (ফুলের মালা), মো. খলিলুর রহমান (ট্রাক), মোহাম্মদ নুরুল ইসলাম (কেটলি), গোলাম সরোয়ার টুকু (ঈগল) ও গোলাম সরোয়ার ফোরকান (কাঁচি)। বরগুনা-২ সুলতানা নাদিরা (নৌকা), মুহাম্মদ আবু বকর ছিদ্দিক (একতারা), মো. কামরুজ্জামান লিটন (সোনালী আঁশ), মো. মিজানুর রহমান (ডাব), ড. আবদুর রহমান খোকন (নোঙর), জাকির হোসেন (হাতুড়ি) ও আবুল কালাম (ফুলের মালা)।

নোয়াখালী, বেগমগঞ্জ ও চাটখিল :

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি) এএইচএম ইব্রাহিম (নৌকা), হারুনর রসিদ (মশাল), মো. শাহ আলম (চেয়ার), খোরশেদ আলম (মাছ), আবু নাছের মো. ওয়াহিদ ফারুখ (ডাব), এমকেএম সেলিম ভূঁইয়া (ফুলের মালা), মমিনুল ইসলাম (মোমবাতি) ও খন্দকার আল আমিন (ঈগল)। নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) মোরশেদ আলম (নৌকা), আতাউর রহমান ভূঁইয়া (কাঁচি), নাইমুল আহসান (মশাল), আবুল কালাম আজাদ (টেলিভিশন), তালেবুজ্জাান (লাঙ্গল), নজরুল ইসলাম (ছড়ি), কাজী সারোয়ার আলম (হাতঘড়ি)। নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) মামুনুর রসিদ (নৌকা), জয়নাল আবেদিন (মশাল) ফজলে এলাহি (লাঙ্গল), নিলাজ আহমেদ (ট্রাক), সুমন আল হোসাইন ভূঁইয়া (ছড়ি) ও মহিউদ্দিন (চাকা)। নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) একরামুল করিম চৌধুরী (নৌকা), মোবারক হোসেন আজাদ (লাঙ্গল), আবদুল আলীম (চেয়ার) ও শিহাব উদ্দিন শাহীন (ট্রাক)। নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) ওবায়দুল কাদের (নৌকা), খাজা তানভির আহমেদ (লাঙ্গল), মোকছেদুর রহমান (মশাল) ও মো. শামছুদ্দোহা (চেয়ার)। নোয়াখালী-৬ (হাতিয়া) মোহাম্মদ আলী (নৌকা), মুশফিকুর রহমান (লাঙ্গল) ও মোহাম্মদ মোজাম্মেল হক (ছড়ি)।

বান্দরবান :

বীর বাহাদুর উশৈসিং (নৌকা) ও মো. এটিএম শহীদুল ইসলাম (লাঙ্গল)।

ঝালকাঠি :

ঝালকাঠি-১ ব্যারিস্টার এম শাহজাহান ওমর (নৌকা), মো. এজাজুল হক (লাঙ্গল), আবু বকর সিদ্দিক (গোলাপ ফুল), মো. জাসীম উদ্দিন তালুকদার (সোনালী আঁশ), মো. মজিবর রহমান (ডাব), মো. মামুন সিকদার (ছড়ি), মো. মনিরুজ্জামান (ঈগল) ও ব্যারিস্টার আবুল কাশেম মুহাম্মদ ফখরুল ইসলাম (ট্রাক)। ঝালকাঠি-২ আমির হোসেন আমু (নৌকা), মো. নাসির উদ্দিন (লাঙ্গল) ও ফোরকান হোসেন (আম)।

রংপুর :

রংপুর-১ (গংগাচড়া-সিটির আংশিক) হোসেন মকবুল শাহরিয়ার (লাঙ্গল), বখতিয়ার হোসেন (হাতুড়ি), বদরুদ্দোজা চৌধুরী (সোনালী আঁশ), হাবিবুর রহমান (আম), শ্যামলী রায় (ডাব), আসাদুজ্জামান বাবলু (কেতলি), মশিউর রহমান রাঙ্গা (ট্রাক), শাহিনুর রহমান (ঈগল) ও মোশাররফ হোসেন (মোড়া)। রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আবুল কালাম মো. চৌধুরী ডিউক (নৌকা), আনিসুল ইসলাম মন্ডল (লাঙ্গল) ও বিশ্বনাথ সরকার বিটু (ট্রাক)। রংপুর-৩ (সিটি করপোরেশন-সদর) জিএম কাদের (লাঙ্গল), আব্দুর রহমান রেজু (একতারা), একরামুল হক (ডাব), শহিদুল ইসলাম (মশাল), শফিউল আলম (আম) ও আনোয়ারা ইসলাম রানী (ঈগল)। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) টিপু মুনশি (নৌকা), সেলিম মোস্তফা (লাঙ্গল) ও সিরাজুল ইসলাম (ডাব)। রংপুর-৫ (মিঠাপুকুর) রাশেক রহমান (নৌকা), আনিসুর রহমান (লাঙ্গল), আব্দুল হালিম মন্ডল (গামছা), মাহবুবার রহমান (ডাব), আব্দুল ওয়াদুদ মিয়া (একতারা), এনামুল হক (চেয়ার), আব্দুল বাতেন টেলিভিশন ও জাকির হোসেন সরকার (ট্রাক)। রংপুর-৬ (পীরগঞ্জ) শিরীন শারমিন চৌধুরী (নৌকা), নুর আলম মিয়া (লাঙ্গল), জাকারিয়া হোসেন (হাতঘড়ি), মাহবুল আলম (ডাব), হুমায়ুন ইজাজ (আম), সিরাজুল ইসলাম (ট্রাক) ও তাকিয়া জাহান চৌধুরী (কাঁচি)।

সুনামগঞ্জ :

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) রনজিত চন্দ্র সরকার (নৌকা), মোয়াজ্জেম হোসেন রতন (কেতলি), মো. সেলিম আহমদ (ঈগল), নবাব সালেহ আহমদ (ডাব), মো. আব্দুল মন্নান তালুকদার (লাঙ্গল), মো. আশরাফ আলী (সোনালী আঁশ), মো. জাহানুর রশিদ (মাছ) ও মো. হারিছ মিয়া (একতারা)। সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (নৌকা), ড. জয়া সেন গুপ্তা (কাঁচি) ও মো. মিজানুর রহমান (ঈগল)। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) এমএ মান্নান (নৌকা), মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী (সোনালী আঁশ), তৌফিক আলী (লাঙ্গল) ও তালুকদার মো. মকবুল হোসেন (কাঁঠাল)। সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) মোহাম্মদ সাদিক (নৌকা), পীর ফজলুর রহমান (লাঙ্গল), মো. এনামুল কবির ইমন (ঈগল), মো. মোবারক হোসেন (কাঁচি) ও মোহাম্মদ দিলোয়ার (আম)। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) মহিবুর রহমান মানিক (নৌকা), শামিম আহমদ চৌধুরী (ঈগল), আইয়ুব করম আলী (উদীয়মান সূর্য), আজিজুল হক (আম), আবু সালেহ (একতারা), অ্যাডভোকেট মনির উদ্দিন (বাইসাইকেল), মো. আশরাফ হোসেন (টেলিভিশন), মো. নাজমুল হুদা (লাঙ্গল) ও আব্দুল জলিল (গামছা)।

চুয়াডাঙ্গা :

চুয়াডাঙ্গা-১ সোলায়মান হক জোয়ার্দার ছেলুন (নৌকা), অ্যাডভোকেট সোহরাব হোসেন (লাঙ্গল), ইদ্রিস চৌধুরী (আম), এমএ রাজ্জাক খান (ফ্রিজ), দিলীপ কুমার আগরওয়ালা (ঈগল) ও এম শহিদুর রহমান (ট্রাক)। চুয়াডাঙ্গা-২ আলী আজগর টগর (নৌকা), অ্যাডভোকেট রবিউল ইসলাম (লাঙ্গল), দেওয়ান মো. ইয়াছিন উল্লাহ (মশাল), আব্দুল লতিফ খান (গোলাপ ফুল), ইদ্রিস চৌধুরী (আম), আবু হাশেম রেজা (ট্রাক) ও নুর হাকিম (ঈগল)।

নেত্রকোনা, পূর্বধলা ও দুর্গাপুর :

নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) মোশতাক আহমেদ রুহী (নৌকা), গোলাম রব্বানী (লাঙ্গল), আহমদ শফী (ছড়ি), জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা (ট্রাক) ও আফতাব উদ্দিন (ঈগল)। নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু (নৌকা), রহিমা আক্তার আসমা সুলতানা (লাঙ্গল), মো. ইলিয়াস (মিনার), এবিএম রফিকুল হক তালুকদার (নোঙ্গর), আজহারুল ইসলাম খান (ডাব), আরিফ খান জয় (ঈগল) ও সুব্রত চন্দ্র সরকার (ট্রাক)। নেত্রকোনা-৩ (আটপাড়া-কেন্দুয়া) অসীম কুমার উকিল (নৌকা), জসীম উদ্দিন ভূঞা (লাঙ্গল), মো. এহ্তেশাম সারওয়ার (মিনার), মিজানুর রহমান খান (সোনালী আঁশ), ইফতিখার উদ্দিন তালুকদার পিন্টু (ট্রাক) ও মঞ্জুর কাদের কোরাইশী (ঈগল)। নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরী) সাজ্জাদুল হাসান (নৌকা), মো. লিয়াকত আলী খান (লাঙ্গল), মো. আল মামুন (সোনালী আঁশ) ও মো. মুশফিকুর রহমান (মশাল)। নেত্রকোনা-৫ (পূর্বধলা) আহমদ হোসেন (নৌকা), ওয়াহিদুজ্জামান আজাদ (লাঙ্গল), আব্দুল ওয়াহ্হাব হামিদি (সোনালী আঁশ) ও মো. আনোয়ার হোসেন (ঈগল)।

চাঁদপুর কচুয়া ও ফরিদগঞ্জ :

চাঁদপুর-১ (কচুয়া) ড. সেলিম মাহমুদ (নৌকা), মো. সেলিম প্রধান (চেয়ার) ও সাইফুল ইসলাম (মশাল)। চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) মোফাজ্জল হোসেন চৌধুরী (নৌকা), এমরান হোসেন মিয়া (লাঙ্গল), মোহাম্মদ মনির হোসেন বেপারী (একতারা), এম ইসফাক আহসান (ঈগল) ও মোহাম্মদ হাছান আলী শিকদার (মশাল)। চাঁদপুর-৩ (সদর ও হাইমচর) ডা. দীপু মনি (নৌকা), ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া (ঈগল), মো. রেদওয়ান খান বোরহান (ট্রাক), মো. মহসীন খান (লাঙ্গল), আবু জাফর মো. মাঈনুদ্দিন (মোমবাতি), মো. মিজানুর রহমান (ফুলের মালা), মো. কাওছার মোল্লা (গোলাপ ফুল)। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) মুহম্মদ শফিকুর রহমান (নৌকা), ড. মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া (ঈগল), জালাল আহমেদ (ট্রাক), আব্দুল গনি (আম), বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (ফুলের মালা), মো. আব্দুল কাদের (সোনালী আঁশ), ড. মুহাম্মদ শাহজাহান (নোঙ্গর), সাজ্জাদ রশিদ (লাঙ্গল)। চাঁদপুর-৫ (শাহরাস্তি ও হাজীগঞ্জ) মেজর (অব.) রফিকুল ইসলাম (নৌকা), গাজী মো. মাঈনুদ্দিন (ঈগল), মো. শফিকুল আলম (ট্রাক), সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী (চেয়ার), বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী (ফুলের মালা) ও আক্তার হোসেন (ছড়ি)।

খাগড়াছড়ি :

কুজেন্দ্র লাল ত্রিপুরা (নৌকা) ও মিথিলা রোওয়াজা (লাঙ্গল), মো. মোস্তফাকে (আম) ও উশৈই প্রু মারমা (সোনালী আঁশ)।

ফরিদপুর :

ফরিদপুর-১ আব্দুর রহমান (নৌকা), আরিফুর রহমান দোলন (ঈগল), শাহ মো. আবু জাফর (নোঙ্গর), মো. আক্তারুজ্জামান খান (লাঙ্গল) ও মোহাম্মদ নুর ইসলাম সিকদার (একতারা)। ফরিদপুর-২ শাহদাব আকবর লাবু চৌধুরী (নৌকা), জামাল হোসেন মিয়া (ঈগল) ও মো. জয়নুল আবেদীন বকুল মিয়া (বটগাছ)। ফরিদপুর-৩ (সদর) আব্দুল কাদের আজাদ ওরফে একে আজাদ (ঈগল), এসএম ইয়াহিয়া (লাঙ্গল), গোলাম রব্বানী খান (নোঙ্গর), এমএ মুঈদ হোসেন আরিফ (ডাব) ও মো. দেলোয়ার হোসেন (একতারা)। ফরিদপুর-৪ কাজী জাফরউল্লাহ (নৌকা), মজিবুর রহমান চৌধুরী নিক্সন (ঈগল), মো. আনোয়ার হোসেন (লাঙ্গল), প্রিন্স চৌধুরী (সোনালী আঁশ), নাজমুন নাহার (ডাব), মাকসুদ আহমেদ মাওলা (ফুলের মালা) ও মো. আলমগীর কবির (একতারা)।

বাগেরহাট :

বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন (নৌকা), মো. কামরুজ্জামান (লাঙ্গল), মাহফুজুর রহমান (সোনালী আঁশ), মো. মঞ্জুর হোসেন শিকদার (নোঙ্গর), বাসুদেব গুহ (আম), আতাউর রহমান আতিকী (ডাব)। বাগেরহাট-২ শেখ তন্ময় (নৌকা), হাজরা সহিদুল ইসলাম (লাঙ্গল), খান আরিফুর রহমান (গোলাপ ফুল), সোলায়মান শিকদার (নোঙ্গর), মরিয়ম সুলতানা (সোনালী আঁশ) ও এসএম আজমল হোসেন (ঈগল)। বাগেরহাট-৩ হাবিবুন নাহার (নৌকা), মো. মনিরুজ্জামান মনি (লাঙ্গল), শেখ নুরুজ্জামান মাসুম (মশাল), সুব্রত মন্ডল (নোঙ্গর), মফিজুল ইসলাম গাজী (ডাব), ম্যানুয়েল সরকার (সোনালী আঁশ), ইদ্রিস আলী ইজারাদার (ঈগল)। বাগেরহাট-৪ এইচএম বদিউজ্জামান সোহাগ (নৌকা), সাজন কুমার মিস্ত্রি (লাঙ্গল), মুহাম্মদ লোকমান (আম), মুহাম্মদ বদরুজ্জামান (ছড়ি), রেজাউল ইসলাম রাজু (নোঙ্গর), লুৎফর নাহার রিক্তা (সোনালী আঁশ) ও মো. জামিল হোসাইন (ঈগল)।

নাটোর, গুরুদাসপুর ও লালপুর :

নাটোর-১ মো. শহিদুল ইসলাম বকুল (নৌকা), অ্যাডভোকেট আবুল কালাম আজাদ (ঈগল), মো. আশিক হোসেন (লাঙ্গল), মো. ইব্রাহিম খলিল (হাতুড়ি), মো. মোয়াজ্জেম হোসেন (মশাল), মো. লিয়াকত আলী (একতারা), কাজল রায় (ঢেঁকি), মো. জামাল উদ্দীন ফারুক (ট্রাক) ও মো. রমজান আলী সরকার (কাঁচি)। নাটোর-২ শফিকুল ইসলাম শিমুল (নৌকা), আহাদ আলী সরকার (ট্রাক), ড. মো. নুরন্নবী মৃধা (লাঙল), মো. শরিফুল ইসলাম (মশাল), মোহাম্মদ বজলুর রশিদ (ডাব)। নাটোর-৩ জুনাইদ আহমেদ পলক (নৌকা), মো. শফিকুল ইসলাম শফিক (ঈগল) মো. আনিসুর রহমান (লাঙ্গল), মো. আবুল কালাম আজাদ (সোনালী আঁশ), মো. মিজানুর রহমান মিজান (হাতুড়ি), মো. আলতাফ হোসেন (ফুলের মালা), মো. আনোয়ার হোসেন (কুলা), মো. আমিরুল ইসলাম (ডাব), মো. আব্দুল্লাহ আল মামুন (ট্রাক)। নাটোর-৪ ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী (নৌকা), আসিফ আব্দুল্লাহ বিন কুদ্দুস (ট্রাক), মো. জাহিদুল ইসলাম (ঈগল), মো. আলাউদ্দিন মৃধা (লাঙ্গল), মো. আব্দুল খালেক সরকার (সোনালী আঁশ), শান্তি রিবারু (ডাব), গাজী আবু সায়েম রতন (নোঙর), এসএম সেলিম রেজা (বাইসাইকেল), সুজন আহম্মেদ (দোলনা)।

নড়াইল :

নড়াইল-১ বিএম কবিরুল হক মুক্তি (নৌকা), মো. মিল্টন মোল্যা (লাঙ্গল), মো. নজরুল ইসলাম (হাতুড়ি), শ্যামল চৌধুরী (সোনালী আঁশ), শামীম আরা পারভীন (বাইসাইকেল), চন্দনা হক (ঈগল)। নড়াইল-২ মাশরাফি বিন মুর্তজা (নৌকা), খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), শেখ হাফিজুর রহমান (হাতুড়ি), মো. মনিরুল ইসলাম (আম), মো. লতিফুর রহমান (মাছ), মো. মাহাবুবুর রহমান (মিনার)।

ভোলা :

ভোলা-১ তোফায়েল আহমেদ (নৌকা), মো. শাহজাহান মিয়া (লাঙ্গল), মো. সিদ্দিকুর রহমান (মশাল)। ভোলা-২ আলী আজম মুকুল (নৌকা), মো. গজনবী (বাইসাইকেল), মো. আসাদুজ্জামান (ডাব), শাহেনশাহ মো. শামসুদ্দিন মিয়া (ফুলের মালা)। ভোলা-৩ নুরুন্নবী চৌধুরী শাওন (নৌকা), মো. কামাল উদ্দিন (লাঙ্গল), মোহাম্মদ আলমগীর (ডাব), মোহাম্মদ জসিম উদ্দিন (ঈগল)। ভোলা-৪ আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব (নৌকা), মো. আলাউদ্দিন (আম), মো. হানিফ (সোনালী আঁশ), মো. মিজানুর রহমান (লাঙ্গল), আবুল ফয়েজ (মাখা)।

টেকেরহাট (মাদারীপুর) :

মাদারীপুর-১ নূর-ই আলম চৌধুরী লিটন (নৌকা), মোতাহার হোসেন সিদ্দিক (লাঙ্গল), তোফাজ্জেল হোসেন খান (ফুলের মালা)। মাদারীপুর-২ শাজাহান খান (নৌকা), সুবল চন্দ্র মজুমদার (ডাব), ইউসুফ আলী সুমন (একতারা), একেএম নুরুজ্জামান (লাঙ্গল)। মাদারীপুর-৩ ড. আবদুস সোবহান মিয়া গোলাপ (নৌকা), তাহমিনা বেগম (ঈগল), মো. আব্দুল খালেক (লাঙ্গল), প্রবীন হালদার (সোনালী আঁশ), নিতাই চক্রবর্তী (একতারা), নকুল কুমার বিশ্বাস (গামছা)।

রাজবাড়ী :

রাজবাড়ী-১ স্বপন কুমার সরকার (ঈগল), মো. ইমদাদুল হক বিশ্বাস (ট্রাক), কাজী কেরামত আলী (নৌকা), খোন্দকার হাবিবুর রহমান বাচ্চু (লাঙ্গল), ডি এম মজিবর রহমান (সোনালী আঁশ)। রাজবাড়ী-২ মো. জিল্লুল হাকিম (নৌকা), মো. আব্দুল মালেক মন্ডল (ছড়ি), মো. শফিউল আজম খান (লাঙ্গল), নূরে আলম সিদ্দিকী হক (ঈগল), মো. আব্দুল মতিন মিয়া (মশাল) ও এস এম ফজলুল হক (সোনালী আঁশ)।

কুড়িগ্রাম ও রৌমারী :

কুড়িগ্রাম-১ একেএম মোস্তাফিজার রহমান (লাঙ্গল), কাজি মো. লতিফুল কবির (ফুলের মালা), মো. আব্দুল হাই (গোলাপ ফুল), নুর মোহাম্মদ (আম), মনিরুজ্জামান খান ভাসানী (একতারা)। কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ (লাঙ্গল), মো. আব্দুস ছালাম (আম), মো. আব্দুল কুদ্দুস মিয়া (হাতুড়ি), মো. মকবুল হোসেন (ডাব), মো. হামিদুল হক খন্দকার (ট্রাক)। কুড়িগ্রাম-৩ ডা. আক্কাস আলী সরকার (ট্রাক), সৌমেন্দ্র প্রসাদ পান্ডে (নৌকা), মো. আব্দুস সোবহান (লাঙ্গল), মো. আব্দুল বাতেন (সোনালী আঁশ), মো. মোসাদ্দেকুল আলম (আম), মো. হাবিবুর রহমান (গামছা), মো. সাফিউর রহমান (নোঙ্গর)। কুড়িগ্রাম-৪ অ্যাডভোকেট বিপ্লব হাসান পলাশ (নৌকা), একেএম সাইফুর রহমান (লাঙ্গল), মো. মজিবর রহমান বঙ্গবাসী (ঈগল), মো. রুহুল আমিন (বাইসাইকেল), মো. শহিদুল ইসলাম শালু (ট্রাক), অ্যাডভোকেট মাছুম ইকবাল (কাঁচি), মো. আব্দুল হামিদ (ডাব), মো. আতিকুর রহমান খাঁন (সোনালী আঁশ), মোহাম্মদ আবু শামিম হাবীব (গামছা)।

ঝিনাইদহ :

ঝিনাইদহ-১ আব্দুল হাই (নৌকা), মনিকা আলম (লাঙ্গল), কেএম জাহাঙ্গীর মাজমাদার (সোনালী আঁশ), আবু বকর (টেলিভিশন), আনিচুর রহমান (আম), নজরুল ইসলাম (ট্রাক), মুনিয়া আফরিন (গোলাপ ফুল)। ঝিনাইদহ-২ তাহজীব আলম সিদ্দিকী (নৌকা), ফজলুল কবির (মশাল), নাসির উদ্দিন (ডাব), মাহফুজুর রহমান (লাঙ্গল), জামিরুল ইসলাম (সোনালী আঁশ), নজরুল ইসলাম (একতারা), শরীফ মোহাম্মদ বুলবুল হায়দার (ছড়ি), মিজানুর রহমান মিজু (আম), আব্দুল হান্নান খাঁ (হাত ঘড়ি), খোন্দকার হাফিজুর রহমান (কুঁড়েঘর), মো. নাসের শাহরিয়ার জাহেদী মহুল (ঈগল)। ঝিনাইদহ-৩ মো. সালাহ উদ্দিন মিয়াজী (নৌকা), আব্দুর রহমান (লাঙ্গল), মো. শফিকুল আজম খাঁন (ট্রাক), নবী নেওয়াজ (ঈগল)। ঝিনাইদহ-৪ আনোয়ারুল আজীম আনার (নৌকা), এমদাদুল ইসলাম বাচ্চু (লাঙ্গল), নুর উদ্দিন আহম্মেদ (সোনালী আঁশ), মো. আব্দুর রশিদ খোকন (ট্রাক), মো. নজরুল ইসলাম (ঈগল)।

সাতক্ষীরা :

সাতক্ষীরা-১ ফিরোজ আহমেদ স্বপন (নৌকা), সৈয়দ দিদার বখত (লাঙ্গল), অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ (হাতুড়ি), মো. ইয়ারুল ইসলাম (ডাব), শেখ মুজিবুর রহমান (কাঁচি), শেখ নুরুল ইসলাম (ট্রাক), এসএম মুজিবর রহমান (দোলনা), শেখ মো. আলমগীর (ছড়ি), মো. নুরুল ইসলাম (ঈগল), সুমি (সোনালী আঁশ)। সাতক্ষীরা-২ মীর মোস্তাক আহমেদ রবি (ঈগল), আশরাফুজ্জামান আশু (লাঙ্গল), মো. আনোয়ার হোসেন (আম), মো. আফসার আলী (ট্রাক), এহসান বাহার বুলবুল (কাঁচি), মো. কামরুজ্জামান (নোঙর) মোস্তফা ফারহান মেহেদী (সোনালী আঁশ)। সাতক্ষীরা-৩ ডা. আ ফ ম রুহুল হক (নৌকা), শেখ তরিকুল ইসলাম (চাকা), মো. আব্দুল হামিদ (আম) শেখ মঞ্জুর হাসান (গোলাপ ফুল), মো. রুবেল হোসেন (সোনালী আঁশ), মো. আলিফ হোসেন (লাঙ্গল)। সাতক্ষীরা-৪ এসএম আতাউল হক (নৌকা), এইচএম গোলাম রেজা (নোঙর), মো. শফিকুল ইসলাম (ডাব), মো. মাহবুবুর রহমান (লাঙ্গল), মো. মিজানুর রহমান (কাঁচি), আসলাম আল মেহেদী (সোনালী আঁশ), শেখ ইকরামুল (আম)।

সিলেট ও বিশ্বনাথ :

সিলেট-১ একে আব্দুল মোমেন (নৌকা), আব্দুল বাসিত (ছড়ি), ইউসুফ আহমদ (আম), ফয়জুল হক (মিনার), মো. সোহেল আহমদ চৌধুরী (ডাব)। সিলেট-২ শফিকুর রহমান চৌধুরী (নৌকা), মোকাব্বির খান (উদীয়মান সূর্য), ইয়াহইয়া চৌধুরী (লাঙ্গল), মোহাম্মদ আব্দুর রব (সোনালী আঁশ), মো. জহির (ডাব), মো. মনোয়ার হোসাইন (আম)। সিলেট-৩ হাবিবুর রহমান (নৌকা), আতিকুর রহমান (লাঙ্গল), শেখ জাহেদুর রহমান মাসুম (মোমবাতি), মো. মইনুল ইসলাম (মিনার), আনোয়ার হোসেন আফরোজ (আম), ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী দুলাল (ট্রাক্টর)। সিলেট-৪ ইমরান আহমদ (নৌকা), মো. নাজিম উদ্দিন কামরান (মিনার), মো. আবুল হোসেন (সোনালী আঁশ)। সিলেট-৫ মাসুক উদ্দিন আহমদ (নৌকা), মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী (কেটলি), আহমদ আল কবির (ট্রাক্টর), কুতুব উদ্দীন আহমদ শিকদার (সোনালী আঁশ), শাব্বীর আহমদ (লাঙ্গল), মো. বদরুল আলম (ডাব), মো. খায়রুল ইসলাম (হাতপাঞ্জা)। সিলেট-৬ নুরুল ইসলাম নাহিদ (নৌকা), আতাউর রহমান আতা (ছড়ি), সেলিম উদ্দিন (লাঙ্গল), শমসের মবিন চৌধুরী (সোনালী আঁশ), সাদিকুর রহমান (মিনার), সরওয়ার হোসেন (ঈগল)।

মানিকগঞ্জ ও সিংগাইর :

মানিকগঞ্জ-১ জহিরুল আলম রুবেল (লাঙ্গল), সালাউদ্দিন মাহমুদ (ঈগল), মোনায়েম খান (নোঙ্গর), মোহাম্মদ শাহজাহান খান (মাছ)। মানিকগঞ্জ-২ মমতাজ বেগম (নৌকা), দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু (ট্রাক), দেওয়ান সফিউল আরেফিন টুটুল (মোড়া), মুশফিকুর রহমান খান (কেটলি), সাহাবুদ্দিন আহমেদ চঞ্চল (ঈগল), একেএম ইকবাল হোসেন (নোঙ্গর), একে নাহিদ (একতারা), তানভীর হাসান (গামছা), ফেরদৌস আহম্দে আসিফ (ফুলের মালা), মো. জাকির হোসেন (ডাব)। মানিকগঞ্জ-৩ জাহিদ মালেক (নৌকা), মফিজুল ইসলাম খান কামাল (উদীয়মান সূর্য), জহিরুল আলম রুবেল (লাঙ্গল), এ খালেক দেওয়ান (নোঙ্গর), এম হাবিব উল্লাহ (গামছা), মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (সোনালী আঁশ)।

মুন্সীগঞ্জ :

 

মুন্সীগঞ্জ-১ মহিউদ্দিন আহম্মেদ (নৌকা), অন্তরা হুদা সেলিনা (সোনালী আঁশ), গোলাম সারোয়ার কবির (ট্রাক), মাহী বি চৌধুরী (কুলা), অ্যাডভোকেট শেখ মো. সিরাজুল ইসলাম (লাঙ্গল), লতিফ সরকার (একতারা), আতাউল্লাহ হাফেজী (বট গাছ), দোয়েল আক্তার (আম), নূর জাহান বেগম রিতা (ডাব)। মুন্সীগঞ্জ-২ সাগুফতা ইয়াসমিন এমিলি (নৌকা), মো. বাচ্চু শেখ (টেলিভিশন), মো. জালাল ঢালী (আম), মোহাম্মদ সহিদুল ইসলাম মল্লিক (মিনার), মোহাম্মদ সাইরাজ খান (ঈগল), মো. জাহানূর রহমান (সোনালী আঁশ), অ্যাডভোকেট সোহানা তাহমিনা (ট্রাক)। মুন্সীগঞ্জ-৩ অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস (নৌকা), মোহাম্মদ ফয়সাল বিপ্লব (কাঁচি), মমতাজ সুলতানা আহম্মেদ (টেলিভিশন), মোহাম্মদ শাহীন হোসেন (ছড়ি), বাবুল মিয়া (চেয়ার), মোহাম্মদ দুলাল হোসেন মণ্ডল (একতারা), মোহাম্মদ ওমর ফারুক (চেয়ার), এএফএম রফিকুল্লাহ সেলিম (লাঙ্গল), মোহাম্মদ আজিম খান (ঈগল), চৌধুরী ফাহরিয়া আফরিন (কেটলি)।

শেরপুর :

শেরপুর-১ মো. আতিউর রহমান আতিক (নৌকা), মাহমুদুল হক মনি (লাঙ্গল), অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল্লাহ (নোঙ্গর), মোহাম্মদ ফারুক হোসেন (সোনালী আঁশ), আবুল কালাম আজাদ (একতারা), মো. বারেক বৈদেশি (গামছা), ছানোয়ার হোসেন ছানু (ট্রাক)। শেরপুর-২ বেগম মতিয়া চৌধুরী (নৌকা), লাল মো. শাহজাহান কিবরিয়া (মশাল), সৈয়দ মুহাম্মদ সাঈদ (ঈগল)। শেরপুর-৩ এডিএম শহিদুল ইসলাম (নৌকা), মো. সিরাজুল হক (লাঙ্গল), মো. সুন্দর আলী (গামছা), এসএমএ ওয়ারেজ নাঈম (ট্রাক), মো. ইকবাল আহসান (ঈগল)।

পিরোজপুর :

পিরোজপুর-১ শ. ম রেজাউল করিম (নৌকা), একেএমএ আউয়াল (ঈগল), মো. নজরুল ইসলাম (লাঙ্গল), ইয়ার হোসেন রিপন (সোনালী আঁশ)। পিরোজপুর-২ আনোয়ার হোসেন মঞ্জু (নৌকা), মো. মহিউদ্দিন মহারাজ (ঈগল), মো. মিজানুর রহমান ওরফে সৈয়দ মনির (একতারা), মো. আবুল বাশার (আম), মোহাম্মদ মাহতাব উদ্দিন মাহমুদ (মাছ), মো. ছগির মিয়া (ডাব), মো. জাকির হোসাইন (ফুলের মালা)। পিরোজপুর-৩ মো. মাশরেকুল আজম রবি (লাঙ্গল), ডা. মো. রুস্তুম আলী ফরাজী (ঈগল), মো. শামীম শাহনেওয়াজ (কলার ছড়ি), হোসাইন মোশারেফ সাকু (ডাব), মো. শহিদুল ইসলাম স্বপন (হাত ঘড়ি), মো. শহিদুল ইসলাম (ফুলের মালা), মো. আমির হোসেন (আম), মো. জাসেম মিয়া (ছড়ি)।

ময়মনসিংহ :

ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) জুয়েল আরেং (নৌকা), কাজল চন্দ্র মহন্ত (লাঙ্গল), মো. মোখলেছুর রহমান (হারিকেন), মার্শেল মালেশ চিরান (সোনালী আঁশ), মাহবুবুর রহমান (মিনার), মাহবুবুল হক সায়েম (ট্রাক) ও রোকেয়া বেগম (ছড়ি)। ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) শরীফ আহমেদ (নৌকা), এনায়েত হোসেন মন্ডল (লাঙ্গল), মুহাম্মদ তৈয়্যেব হোসাইন (মিনার), মো. কামরুল হাসান (গামছা), মো. তোফাজ্জেল হোসেন (ছড়ি), শাহ্ শহীদ সারোয়ার (ঈগল) ও শেখ আলাউদ্দিন (বাইসাইকেল)। ময়মনসিংহ-৩ (গৌরীপুর) নিলুফার আনজুম পপি (নৌকা), ডা. মোস্তাফিজুর রহমান আকাশ (লাঙ্গল), নাজনীন আলম (ঈগল), মো. জামাল উদ্দিন (সোনালী আঁশ), মোর্শদুজ্জামান সেলিম (ফুলকপি), মো. শফিউল ইসলাম (আম), মো. শরীফ হাসান (কেটলি), সোমনাথ সাহা (ট্রাক) ও রমিজ উদ্দিন (কাঁচি)। ময়মনসিংহ-৪ (সদর) মোহিত উর রহমান শান্ত (নৌকা), মো. আমিনুল হক (ট্রাক), আবু মো. মুসা সরকার (লাঙ্গল), মো. দেলোয়ার হোসেন খান দুলু (কাঁচি), আব্দুল মান্নান (গাব), দীপক চন্দ্র গুপ্ত (সোনালী আঁশ), পরেশ চন্দ্র মোদক (গামছা), বিশ্বজিৎ ভাদুরী (ফুলের মালা), মো. হামিদুল ইসলাম (আম) ও সেলিম খান (একতারা)। ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) সালাহউদ্দিন আহমেদ মুক্তি (লাঙ্গল), মোহাম্মদ শাহিনূর আলম (গামছা), মো. রফিকুল ইসলাম রবি (হাতুড়ি), মো. সামান মিয়া (আম) ও আজহারল ইসলাম (গোলাপ ফুল)। ময়মনসিংহ-৬ (ফুলবাড়ীয়া) মোসলিম উদ্দিন (নৌকা), মাহফিজুর রহমান বাবুল (লাঙ্গল), মো. আব্দুল মালেক সরকার (ট্রাক), ডা. কেআর ইসলাম (কেটলি), সেলিমা বেগম সালমা (ঈগল) ও প্রিন্সিপাল এম আব্দুর রশিদ (গামছা)। ময়মনসিংহ-৭ (ত্রিশাল) মো. হাফেজ রুহুল আমীন মাদানী (নৌকা), আব্দুল হামিদ মজিদ (লাঙ্গল), এবিএম আনিছুজ্জামান (ট্রাক) ও আব্দুল মালেক ফরাজী (সোনালী আঁশ)। ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) ফখরুল ইমাম (লাঙ্গল), মো. আব্দুল্লাহ আল মামুন (আম), মো. বদরুল আলম প্রদীপ (কেটলি), মাহমুদ হাসান সুমন (ঈগল) ও কানিজ ফাতেমা (ট্রাক)। ময়মনসিংহ-৯ (নান্দাইল) মেজর জেনারেল (অব.) আব্দুস ছালাম (নৌকা), হাসমত মাহমুদ তারিক (লাঙ্গল), আনোয়ারুল আবেদীন খান তুহিন (ঈগল), মো. আবু জুনাঈদ বিল্লাল (সোনালী আঁশ) ও মো. গিয়াস উদ্দিন (মশাল)। ময়মনসিংহ-১০ (গফরগাঁও) ফাহমী গোলন্দাজ বাবেল (নৌকা), মো. নাজমুল হক (লাঙ্গল) ও মো. দ্বীন ইসলাম (মাছ)। ময়মনসিংহ-১১ (ভালুকা) কাজিম উদ্দিন আহমেদ ধনু (নৌকা), হাফিজ উদ্দিন মাস্টার (লাঙ্গল), এমএ ওয়াহেদ (ট্রাক), মো. গোলাম মোস্তফা (ঈগল), মো. নাসির উদ্দিন (সোনালী আঁশ), এবিএম জিয়া উদ্দিন বাসার (একতারা) ও মজিবুর রহমান (আম)।

টাঙ্গাইল :

টাঙ্গাইল-১ আব্দুর রাজ্জাক (নৌকা), মোহাম্মদ আলী (লাঙ্গল), ফারুক আহাম্মেদ (গামছা), খন্দকার আনোয়ারুল হক (ট্রাক)। টাঙ্গাইল-২ তানভীর হাসান ছোট মনির (নৌকা), ইউনুস ইসলাম তালুকদার (ঈগল), সাইফুল ইসলাম (আম), হুমায়ুন কবির তালুকদার (লাঙ্গল), রেজাউল করিম (ডাব), গোলাম ছরোয়ার (মাছ)। টাঙ্গাইল-৩ ডা. কামরুল হাসান খান (নৌকা), আমানুর রহমান খান রানা (ঈগল), জাকির হোসেন (নোঙ্গর), সাখাওয়াত হোসেন খান সৈকত (চাকা), হাসান আল মামুন সোহাগ (আম), কামরুল হাসান (লাঙ্গল)। টাঙ্গাইল-৪ মোজহারুল ইসলাম তালুকদার (নৌকা), আবদুল লতিফ সিদ্দিকী (ট্রাক), লিয়াকত আলী (লাঙ্গল), সারওয়াত সিরাজ (ঈগল), মোন্তাজ আলী (গোলাপ ফুল), শহিদুল ইসলাম (সোনালী আঁশ), শুকুর মামুদ (একতারা), সাদেক সিদ্দিকী (বাইসাইকেল)। টাঙ্গাইল-৫ মামুন-অর-রশীদ (নৌকা), মুরাদ সিদ্দিকী (মাথাল), খন্দকার আহসান হাবিব (কেটলি), মোজাম্মেল হক (লাঙ্গল), তৌহিদুর রহমান চাকলাদার (নোঙ্গর), ছানোয়ার হোসেন (ঈগল), জামিলুর রহমান মিরন (ট্রাক), হাসরত খান ভাসানী (একতারা), শরিফুজ্জামান খান (সোনালী আঁশ)। টাঙ্গাইল-৬ আহসানুল ইসলাম টিটু (নৌকা), আশরাফুল ইসলাম (ট্রাক), আবুল কাশেম (লাঙ্গল), খন্দকার ওয়াহিদ মুরাদ (নোঙ্গর), তারেক শামস খান (ঈগল), মোহাম্মদ আনোয়ার হোসেন (ফুলের মালা), আব্দুল করিম (একতারা)। টাঙ্গাইল-৭ আহমেদ শুভ (নৌকা), গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি), রূপা রায় চৌধুরী (ডাব), মীর এনায়েত হোসেন মন্টু (ট্রাক), জহিরুল ইসলাম জহির (লাঙ্গল), মঞ্জুর রহমান মজনু (মশাল), মোস্তার হোসেন (গোলাপ ফুল), আরমান হোসেন তালকুদার (গামছা)। টাঙ্গাইল-৮ অনুপম শাহজাহান জয় (নৌকা), রেজাউল করিম (লাঙ্গল), পারুল (সোনালী আঁশ), আবুল হাসেম (কুলা), কাদের সিদ্দিকী বীরউত্তম (গামছা), মোস্তফা কামাল (ডাব)।

কিশোরগঞ্জ :

কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি (নৌকা), মেজর জেনারেল (অব.) সৈয়দ সাফায়েতুল ইসলাম (ঈগল), মো. আব্দুল আউয়াল (ছড়ি), মো. আনোয়ারুল কিবরিয়া (আম), মোবারক হোসেন (ডাব), মো. আবদুল হাই (লাঙ্গল) ও মো. আশরাফ উদ্দিন (মিনার)। কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আবদুল কাহার আকন্দ (নৌকা), মো. সোহরাব উদ্দিন (ঈগল), মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন (ট্রাক), মো. বিল্লাল হোসেন (টেলিভিশন), আলেয়া ও মীর আবু তৈয়ব মো. রেজাউল করিম (মাছ)। কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) মো. মুজিবুল হক চুন্নু (লাঙ্গল), মোহাম্মদ মাহফুজুল হক হায়দার (ঈগল), মোহাম্মদ আমিনুল ইসলাম (আম), মেজর (অব.) মো. নাসিমুল হক (কাঁচি), রুবেল মিয়া (ট্রাক), ব্যারিস্টার মো. গোলাম কবির (কেটলি) ও ওমর ফারুক (মিনার)। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) রেজওয়ান আহাম্মদ তৌফিক (নৌকা), আব্দুল মজিদ (ডাব), মো. শরীফুল আহসান (গামছা), মো. নছিম খাঁন (মোমবাতি), মো. জয়নাল আবদিন (আম) ও মোহাম্মদ আবু ওয়াহাব (লাঙ্গল)। কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) মো. আফজাল হোসেন (নৌকা), মো. মাহবুবুল আলম (লাঙ্গল), সুব্রত পাল (ঈগল), মো. রবিন মিঞা (ছড়ি), মো. ইমদাদুল হক (মোমবাতি) ও মো. সোহরাব হোসেন (সোনালি আঁশ)। কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) নাজমুল হাসান পাপন (নৌকা), নূরুল কাদের সোহেল (লাঙ্গল), তারেক মোহাম্মদ শহীদুল ইসলাম (আম) ও মোহাম্মদ আয়ুব হোসেন (ছড়ি), মোহাম্মদ আব্দুছ ছাত্তার (ঈগল), হেলাল উদ্দিন (একতারা) ও মো. রুবেল হোসেন (মোমবাতি)।

পাবনা ও ঈশ্বরদী :

পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) শামসুল হক টুকু (নৌকা), অধ্যাপক আবু সাইয়িদ (ট্রাক), সরদার শাজাহান (লাঙ্গল), শামসুল হক (আম), পারভীন খাতুন (মশাল), জয়নাল আবেদীন (সোনালী আঁশ), পাবনা-২ (সুজানগর-বেড়ার একাংশ) আহমেদ ফিরোজ কবির (নৌকা), মেহেদী হাসান রুবেল (লাঙ্গল), আজিজুল হক (আম), শেখ আনিসুজ্জামান (মশাল), আবুল কালাম আজাদ (সোনালী আঁশ), মমিনুল ইসলাম (ফুলের মালা), ডলি সায়ন্তনী (নোঙ্গর), পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া ও ফরিদপুর) মকবুল হোসেন (নৌকা), আব্দুল হামিদ মাস্টার (ট্রাক), মীর নাদিম মাহাম্মদ ডাবলু (লাঙ্গল), মাহবুবুর রহমান জয় চৌধুরী (একতারা), বেলাল মোল্লা (আম), আবুল বাশার শেখ (মশাল), পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) গালিবুর রহমান শরীফ (নৌকা), বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল খালেক (মশাল), রেজাউল করিম (লাঙ্গল), মো. পাঞ্জাব আলী বিশ্বাস (ঈগল), মো. মনছুর রহমান (আম), আতাউল হাসান (গামছা), পাবনা-৫ (সদর) গোলাম ফারুক প্রিন্স (নৌকা), আব্দুল কাদের খান (লাঙ্গল), মো. জাকির হোসেন (হাতুড়ি), মো. আবু দাউদ (আম) ও মো. আফজাল হোসেন বটু (সোনালী আঁশ)।

জামালপুর :

জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) নূর মোহাম্মদ (নৌকা), আব্দুল্লাহ আল মামুন (গামছা), এসএম আবু সায়েম (লাঙ্গল) ও মো. গোলাম মোস্তফা (সোনালী আঁশ)। জামালপুর-২ (ইসলামপুর) ফরিদুল হক খান (নৌকা), শাহজাহান আলী মন্ডল (ট্রাক), জিয়াউল হক (ঈগল) মোস্তফা আল মাহমুদ (লাঙ্গল) ও মো. হোসেন রেজা বাবু (সোনালী আঁশ)। জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) মির্জা আজম (নৌকা), মীর সামসুল আলম (লাঙ্গল) ও মো. নজরুল ইসলাম (বাইসাইকেল)। জামালপুর-৪ (সরিষাবাড়ী) ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান (নৌকা), ডা. মুরাদ হাসান (ঈগল), মো. আব্দুর রশিদ (ট্রাক), মো. আবুল কালাম আজাদ (লাঙ্গল), মো. গোলাম মোস্তফা জিন্নাহ (মশাল), মোহাম্মদ সাইফুল ইসলাম (সোনালী আঁশ) ও তারিখ মাহাদী (টেলিভিশন)। জামালপুর-৫ আবুল কালাম আজাদ (নৌকা), মো. রেজাউল করিম রেজনু (ঈগল), মো. জাকির হোসেন (লাঙ্গল), আবু সায়েম মোহাম্মদ সা-আদাত-উল করীম (ডাব), মো. সাবিরুজ্জামান (একতারা), মো. বাবর আলী খান (বাইসাইকেল) ও মো. রফিকুল ইসলাম (আম)।

Scroll to Top