সারাদেশে বিএনপি ও সমমনাদের হরতাল শুরু

আসন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও সমমনা বিরোধীদলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে হরতাল শুরু হয়। চলবে সন্ধ্যা পর্যন্ত। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপির মহাসমাবেশ পণ্ডের পর থেকে দেশব্যাপী চার দফা হরতাল ও এগারো দফা অবরোধ কর্মসূচি পালন করে বিএনপি ও সমমনা দলগুলো।

এর আগে গত শনিবার (১৬ ডিসেম্বর) ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সোমবার (১৮ ডিসেম্বর) সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচির ডাক দেন। তবে গত শনিবার (১৬ ডিসেম্বর) কুয়েতের আমির শেখ নাওয়াফ আল-আহমদ আল-সাবাহ মারা যাওয়ায় সোমবার বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।

Scroll to Top