আপিলেও সাদিক, সালাউদ্দিনের মনোনয়ন বাতিল

বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী সাদিক আব্দুল্লাহ ও কক্সবাজার-১ আসনের সালাউদ্দিন আহমেদের মনোনয়ন বৈধতার আপিল নামঞ্জুর হয়েছে।

আজ শুক্রবার সকালে নির্বাচন ভবনের মিলনায়তনে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয়। শুনানি শেষে এই রায় দিয়েছে ইসি।

গত ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়া আপিল শুনানি আজ শুক্রবার শেষ হবে। শুনানির প্রথম ৫ দিনে ২৫৭ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন।

ইসি সূত্রে জানা গেছে, বরিশাল-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ এবং তাঁর স্ত্রীর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ও সম্পদের তথ্য গোপানের অভিযোগ এনেছেন ওই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদ ফারুক।

১০ ডিসেম্বর আপিল শুনানিকালে সাদিক ও তাঁর স্ত্রীর দ্বৈত নাগরিকত্ব ও যুক্তরাষ্ট্রে সম্পদ সম্পর্কে তথ্য সংগ্রহে ঢাকায় মার্কিন দূতাবাসের সহায়তা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছিল। মন্ত্রণালয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে আজকের সিদ্ধান্ত নিয়েছে ইসি।

Scroll to Top