আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলে শুনানিতে চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ৪৬ জন। এদিন আবেদন নামঞ্জুর হয়েছে ৫০ জনের। আর সিদ্ধান্ত হয়নি তিনজনের। চার দিনে মোট ২১৪ জন প্রার্থী শুনানিতে তাঁদের প্রার্থিতা ফিরে পান।
আজ বুধবার আগারগাঁও নির্বাচন কমিশনের আইন শাখা সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে প্রথম দিনে ৫৭ জন তাঁদের প্রার্থিতা ফিরে পান। সেখানে ৩২ জন নামঞ্জুর ও সিদ্ধান্ত হয়নি তিনজনের। দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পান ৫১ জন।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে। এবার ৩০০ সংসদীয় আসনে ২ হাজার ৭১৬টি মনোনয়নপত্র জমা পড়ে। বাছাইয়ে ৭৩১টি মনোনয়নপত্র বাতিল হয়। রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে মোট ৫৫৮টি আপিল হয়েছে।