সরকারের পদত্যাগের দাবি আদায়ে সব বিরোধী দল একত্রে রাজপথে নামবে। ১৮ ডিসেম্বর থেকে আন্দোলন নতুন গতি পাবে। এই আন্দোলনের মধ্য দিয়েই সরকারের পতন ঘটানো হবে।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে পুরানা পল্টন এলাকায় বিএনপির ডাকা ১১ দফা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে এ হুঁশিয়ারি দেন ১২ দলীয় জোটের নেতারা। এ সময় তারা নির্বাচন কমিশনকে ‘একতরফা’ তফসিল বাতিল ও গণতন্ত্রবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান।
নির্বাচন কমিশনকে ‘একতরফা’ তফসিল বাতিল ও গণতন্ত্রবিরোধী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে জোট নেতারা বলেন, দেশের ৯০ শতাংশ মানুষকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার অশুভ উদ্দেশ্য নিয়ে নির্বাচন কমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সভা-সমাবেশ না করার পক্ষে চিঠি দিয়েছেন। যা সম্পূর্ণ জনগণের ভোটাধিকার ও স্বাধীন মতপ্রকাশের বিরোধিতার শামিল।
এর আগে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু করে বিজয়নগর ঘুরে পুনরায় পল্টন মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।