অবরোধের সকালে ধানমন্ডিতে বাসে আগুন

রাজধানীর ধানমন্ডিতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ বুধবার (১৩ ডিসেম্বর) সকাল সোয়া নয়টার দিকে কেয়ারি প্লাজার সামনে রজনীগন্ধা নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ঘটনায় হতাহতের খবর আসেনি।

তিনি বলেন, সকাল সোয়া ৯টার দিকে ধানমন্ডি-১৫ নম্বরে রজনীগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার খবর পাই আমরা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। এর আগে মঙ্গলবার (১২ ডিসেম্বর) এই দফা অবরোধের প্রথম দিনে রাজধানীসহ দেশজুড়ে বেশ কয়েকটি যানবাহনে অগ্নিসংযোগ করা হয়।

 

Scroll to Top