নির্বাচন থেকে দূরে রাখতে চক্রান্ত করে ইসিতে ঋণখেলাপির অভিযোগ আনা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু। তিনি বলেন, এই অভিযোগ সত্য নয়।
আজ শনিবার (৯ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ঋণ খেলাপির অভিযোগ এনে কিশোরগঞ্জ-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থী দলটির মহাসচিবের মনোনয়ন বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আপিল করেছেন আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান।
সারাদেশে লাঙ্গলের প্রার্থীরা শক্তিশালী অবস্থানে আছে উল্লেখ করে চুন্নু বলেন, আওয়ামী লীগ ভালো নির্বাচন আয়োজনে এখন পর্যন্ত সাহায্য করছে। সুষ্ঠু নির্বাচনের আশায় আছে জাতীয় পার্টি। তবে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় এখনো আসেনি।
বেকারত্ব দূরীকরণ, তরুণ প্রজন্মের কর্মসংস্থান, দুর্নীতি-লুটপাট, অর্থপাচার বন্ধ করা, উপজেলায় বিশেষায়িত হাসপাতাল তৈরি করাসহ জাতীয় পার্টির ইশতেহারে গুরুত্ব পাবে বলে জানান চুন্নু।