ঢাকা-১০ আসন : নায়ক ফেরদৌস পেলেন দুই প্রতিদ্বন্দ্বী

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঢাকা-১০ জমা পড়া ১১টি মনোনয়নপত্রের মধ্যে ৮টিই বাতিল করে দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা, ঢাকার বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম।

ধানমন্ডি, নিউ মার্কেট, কলাবাগান, হাজারীবাগ এলাকা নিয়ে গঠিত এ আসনে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী নায়ক ফেরদৌস আহমেদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তার সঙ্গে বৈধ প্রার্থী হিসেবে টিকে গেছেন জাকের পার্টির মো. হুমায়ুন কবীর ও জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান।

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর ২৯টি দলের প্রার্থী ও স্বতন্ত্র মিলে ৩০০ আসনে দুই হাজার ৭১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে এক হাজার ৯৮৫ জনের মনোনয়নপত্র বৈধ ও ৭৩১ জনের অবৈধ বলে ঘোষণা করেছে ইসি।

আজ সোমবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় নির্বাচন ভবনে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তবে, কোন দলের কতজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে বা কী কারণে হয়েছে তা জানায়নি ইসি।

ধানমন্ডি, নিউমার্কেট, কলাবাগান, হাজারীবাগ থানা এলাকা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে প্রথমবার নৌকা প্রতীকে প্রার্থী হয়েছেন নায়ক ফেরদৌস।

 

Scroll to Top