বিএনপি ভেঙে যেসব নেতারা বিভিন্ন রাজনৈতিক জোটে যোগ দিচ্ছে তাদেরকে ‘বেইমান ও দলছুট’ আখ্যা দিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘সরকার তামাশার নির্বাচন করতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে নেতাদের ভাগিয়ে নিতে চাপ প্রয়োগ করছে।
‘হালুয়া-রুটি ভাগাভাগির জন্য অনেকে ছোটাছুটি করছে, কোনো কাজে আসবে না। বেইমান, দলছুটরা অচিরেই ইতিহাসের আঁস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে।’
বুধবার অনলাইনে সাংবাদিকদের ব্রিফ করার সময় এসব মন্তব্য করেন রুহুল কবির রিজভী।
বিএনপির সরকার পতনের এক দফা আন্দোলন সফলতার কাছাকাছি এসে গেছে মন্তব্য করে রিজভী বলেন, জনগণ দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে সরকারের পতনে। এক দফার আন্দোলন সাফল্যের দ্বারপ্রান্তে।
তিনি বলেন, একতরফা নির্বাচনের জন্য সরকার পরিকল্পিতভাবে দেশে বিশৃঙ্খলা তৈরি করছে। সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় অব্যাহত রয়েছে। গ্রেপ্তার বাণিজ্য চলছে। নানা পন্থায় মুক্তিপণ আদায়ের খেলা চলছে।
এ সময় সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, নয়তো পতনের জন্য প্রস্তুত থাকুন। যা আওয়ামী লীগের জন্য হবে বড়ই দুঃখজনক।
বিরোধী জোটের আন্দোলনে জনগণের সমর্থন রয়েছে উল্লেখ করে রিজভী আরও বলেন, নেতাকর্মীদের সাহসের সাথে রাজপথে অবিচল থাকার আহ্বান।