সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর ডাকা সারা দেশে চতুর্থ দফার অবরোধের শেষ দিন আজ সোমবার। গতকাল রবিবার সকাল ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে দলগুলো।
সরেজমিনে গিয়ে দেখা যায়, আজ ভোর থেকে সড়কে যানবাহন কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বেড়েছে। বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশাতেও চাকরিজীবী ও কর্মজীবীরা তাদের গন্তব্যে যায়।
তবে যাত্রীর অভাবে রাজধানীর সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী থেকে ছেড়ে যায়নি দুরপাল্লার বাস। অফিসগামী আর দিনমজুররা ছুটছেন নিজ নিজ কর্মক্ষেত্রে। বলছেন, জীবিকার তাগিদেই বের হতে হচ্ছে তাদের।
স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় খোলা থাকায় বের হয়েছেন শিক্ষার্থীরাও। তবে আতঙ্ক বিরাজ করছে বলে জানান তারা। নাশকতা রুখতে সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। দ্বিতীয় দিনের অবরোধ শেষ হবে সোমবার ভোর ৬ টায়।