কক্সবাজারে অবরোধ ও সকাল সন্ধ্যা হরতাল

সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে তৃতীয় দফায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজারে বিএনপি ও সমমনাদলের ডাকা অবরোধের প্রথমদিন ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।

এ ছাড়া উখিয়ায় এক বিএনপিকর্মী নিহতের প্রতিবাদে জেলা বিএনপি কক্সবাজার জেলায় সকাল-সন্ধ্যা হরতালও ডেকেছে।

অবরোধ ও হরতালে কক্সবাজার থেকে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকলেও জেলা শহর ও আশপাশের উপজেলায় ছোট খাটো যানবাহন মাইক্রোবাস চলাচল করছে। ইজিবাইক ও রিক্সা চলাচলও স্বাভাবিক রয়েছে। সরকার বেসরকারি অফিস আদালতে স্বাভাবিক কাজকর্ম চলেছে।
যে কোন ধরনের নাশকতা প্রতিরোধে আইনশৃংখলা বাহিনী তথা র্যাব পুলিশ ও বিজিবি টহল জোরদার রেখেছে।

অবরোধ ও হরতালের সমর্থনে আজ সকালে উখিয়া উপজেলায় যুবদল ছাত্রদলের একটি মিছিল বের হয়েছে। তবে জেলা বিএনপির কার্যালয়ে নেতাকর্মীদের কাউকে দেখা যায়নি।

Scroll to Top