সরকার আমাদের আর ঠেকাতে পারবে না : মাহমুদুর রহমান মান্না

সংগৃহীত ছবি

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘পরপর দুটি জাতীয় নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, তবে এবার আমরা ভোট দেবই। সরকার আমাদের আর ঠেকাতে পারবে না।’

আজ বুধবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এই সরকার ঘোষণা দিয়েছিল তারা ১০ টাকা কেজি চাল খাওয়াবে। অথচ এখন মোটা চালের কেজিও ৫০-৬০ টাকা। এরা কথা দিয়ে কথা রাখে না। বর্তমান বাজারে শুধু মানুষের জীবনের দাম কম। আর সব কিছুরই দাম বেশি।’

তিনি আরো বলেন, ‘দাম বাড়ানোর সরকার আর নেই দরকার। এই সরকার একটা ব্যর্থ সরকার, একটা খুনি সরকার।’  সরকারকে উদ্দেশ করে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘এত বাড়াবাড়ি করবেন না।

আপনারা লুটপাট করে ব্যাংকগুলো খালি করেছেন, বাজারে আগুন লাগিয়েছেন, আমাদের রিজার্ভ এখন মাত্র ১৮ বিলিয়ন ডলার। দুই মাস পরে যখন সুদসহ ঋণগুলো শোধ করা হবে তখন আমাদের রিজার্ভ হবে মাত্র ১০ বিলিয়ন ডলার। এই অর্থ দিয়ে দুই মাসের খাবারও কেনা যাবে না।

তখন সারা দেশের মানুষ ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে থাকবে।’  সমাবেশে আরো উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি।

জোনায়েদ সাকি তার বক্তব্যে বলেন, দেশের মানুষের অধিকার কেড়ে নিয়ে আওয়ামী লীগ সারা বিশ্বের কাছে মাথা হেট করে এখন বলে, সরকারকে সমর্থন করতে। এই ভণ্ডামি বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না।
সমাবেশের পরে তারা সরকারের দমন, নিপীড়ন, গ্রেপ্তার ও সন্ত্রাসের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে পদযাত্রা এবং মিছিল করেছেন।