সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে আগামী ১৮ সেপ্টেম্বর (সোমবার) নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ওই দিন এক দফা দাবিতে যুগপৎ আন্দোলনের কর্মসূচি জানানো হবে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, এক দফা দাবি আদায়ে যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে সবাই একমত। এই সরকারের অধীনে কেউ নির্বাচনে যাবে না।
সংসদে জাতীয় পার্টির নেতারাও বলেছেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। সুতরাং আমরা এক দফা দাবিতে আবারও কর্মসূচি ঘোষণা করব। যারা ভোট দিতে পারে না সেই তরুণ সমাজ এখন এক দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে। রংপুর ও রাজশাহী বিভাগে তারা তারুণ্যের রোডমার্চ ঘোষণা করেছে। তাই বিএনপির পক্ষ থেকে ১৮ সেপ্টেম্বর নতুন কর্মসূচির ব্যাপারে জানানো হবে।
মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী বলেছেন- ‘নির্বাচন নিয়ে কথা হচ্ছে কেন?’ এটা শুনে আমরা অবাক হয়েছি। আওয়ামী লীগকে গত দুটি নির্বাচন কারচুপির মাধ্যমে করতে হয়েছে। দেশে এখন গোটা ব্যবস্থা একটি দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য।
বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশে এখন প্রমাণিত দলীয় সরকারের অধীনে নির্বাচন প্রশ্নবিদ্ধ, আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এজন্য বিএনপি এক দফা দিয়েছে। সরকারকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
প্রধানমন্ত্রীর উদ্দেশে মির্জা ফখরুল বলেন, দয়া করে সাধারণ মানুষের কথা শুনুন। এখনো সময় আছে সরকারের শুভবুদ্ধির উদয় হোক। প্রতিহিংসা, অহংকার ছেড়ে নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা করুন।
তিনি বলেন, সরকার মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে। সরকার একটি গণ্ডির মধ্যে আছে, আশপাশের মানুষকে ভুল বোঝাচ্ছে। সরকার আবার নতুন করে গায়েবি মামলা শুরু করেছে, বিরোধীদলের নেতাকর্মীরা আদালতে হাজিরা দিতে ব্যস্ত। নেতাকর্মীরা কেউ বাসায় থাকতে পারছে না।