সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সংসদ সদস্য এবাদুর রহমান চৌধুরী আর নেই

সংগৃহীত ছবি

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক প্রতিমন্ত্রী ও চারবারের সংসদ সদস্য (এমপি) এবায়দুর রহমান চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ বিকেল ৩টার দিকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবসস্থায় সাবেক এই প্রতিমন্ত্রী মারা যান। তার বয়স হয়েছিল ৭৮ বছর। চার মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

এবায়দুর রহমান চৌধুরীর মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহভাপতি মামুনুর রশিদ। তিনি জানান, এবায়দুর রহমান দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

আগামীকাল (বৃহস্পতিবার) সকালে ঢাকা থেকে গ্রামের বাড়ি নেওয়ার পথে মৌলভীবাজার শহরে দ্বিতীয় ও সকাল ১১টায় বড়লেখায় তৃতীয় জানাজা শেষে তাঁকে গাংকুল গ্রামে দাফন করা হবে।’

এদিকে সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী আইনজীবী এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।