পদোন্নতি পেলেন বিএনপি নেতা আনোয়ার হোসেন খোকন। বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থেকে পদোন্নতি দিয়ে তাকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক করা হয়েছে। আজ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত ১৮ আগষ্ট বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তিন সদস্য রশিদুজ্জামান মিল্লাতকে কোষাধ্যক্ষ, আব্দুল কাদির ভুইয়া জুয়েলকে সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং বজলুল করিম চৌধুরী আবেদকে সহ-পল্লি উন্নয়ন বিষয়ক সম্পাদক পদে পদোন্নতি দেওয়া হয়।