ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে বিবৃতি দিলেন মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের মামলার বিচারিক কাজ শুরু হতে যাচ্ছে আগামী ৩১শে আগস্ট থেকে। এর আগে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে বিবৃতি দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডক্টর মুহাম্মদ ইউনূস এ জাতির সূর্য সন্তান। যারা তাকে তুচ্ছ করতে চায় তারা নতুন করে জন্ম নিলেও তার সমান উচ্চতায় পৌঁছাতে পারবে না। আজ (২৯ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে মির্জা ফখরুল এমন মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ড. মুহাম্মদ ইউনুসের বিরুদ্ধে সব মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। উনি এই দেশের একজন কীর্তিমান ব্যক্তি। ওনাকে যারা ছোটো করতে চান, অপমান করতে চান তারা আরেকবার জন্ম নিলেও ওনার সমান উচ্চতায় যেতে পারবেন না। এই অনিবার্য সত্যটা মেনে নিয়ে ওনাকে হেনস্তা করা বন্ধ করুন। এইসব মামলাবাজি বন্ধ করুন।

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত এবং আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি পাঠিয়েছেন বিশ্বের ১৬০ ব্যক্তিত্ব। ওই চিঠিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন ১০০ জনেরও বেশি নোবেল বিজয়ীসহ রাজনীতি, কূটনীতি, ব্যবসা, শিল্পকলা ও শিক্ষাক্ষেত্রের অগ্রগণ্য ব্যক্তিরা।

গতকাল (২৮ আগস্ট) স্বাক্ষরকারীদের একজন, রেজাল্টস অ্যান্ড সিভিক কারেজের প্রতিষ্ঠাতা স্যাম ডেলি-হ্যারিস এক বিজ্ঞপ্তিতে খোলা চিঠিটি প্রকাশ করেন।