বাংলাদেশ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র সংসদের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ইংরেজী বিভাগের স্নাতক ছাত্র আবু সাইদ এবং রসায়ন বিভাগের স্নাতকোত্তর ছাত্র রাশেদ খানকে যুগ্ম আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
২৩ আগস্ট বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাফেটেরিয়ায় আয়োজিত এক কর্মশালায় এ কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সভাপতি রাকিব হাসান রাফির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের স্নাতকের শিক্ষার্থী অরুন্ধতী রায়, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকের শিক্ষার্থী আদনান আহমেদ, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের স্নাতকের শিক্ষার্থী এহসান-উল করিম, এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী মো. আল জুবায়ের রনি, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতকের শিক্ষার্থী রাকিব হাসান রাফি।
বাংলাদেশী ছাত্র সংসদের সভা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি শিমুল কুম্ভকার নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সদস্য ও ছাত্রনেতা রিহাদ মাহমুদ।
নবনির্বাচিত কমিটির আহ্বায়ক রাশেদ খান বলেন, শিক্ষা সকল নাগরিকের মৌলিক অধিকার অথচ বর্তমান সময়ে শিক্ষাকে পণ্যে পরিণত করা হয়েছে।
কেড়ে নেওয়া হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন প্রতিষ্ঠার পর থেকেই বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, একমুখী, অসাম্প্রদায়িক শিক্ষানীতির জন্য জোর দিয়ে আসছে। অর্থের বিনিময়ে ছাত্র ইউনিয়ন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাম্পাসের সাধারণ শিক্ষা সংকটের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার ঐতিহাসিক দায়িত্ব পালন করবে।