ঢাকা দক্ষিণ বিএনপির নেতা রবিনকে তুলে নেওয়ার অভিযোগ রিজভীর

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিনকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে। শনিবার (১৯ আগস্ট) বেলা ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ সমালোচনা করেন।

তিনি দাবি করেন, মধ্যরাতের পর দলের নয়াপল্টন সদর দফতর থেকে বের হওয়ার পর রবিন নাইটিঙ্গেল মোড়ের দিকে মোটরসাইকেল চালিয়ে গোয়েন্দা পুলিশ তাকে ধাওয়া করে। একপর্যায়ে তাঁকে ঘিরে ফেলে।

তারপর থেকে, ররবিনের হদিস মিলছে না। আমি তার পরিবারের কথা বলতে পারছি না। গোয়েন্দা পুলিশ যে রবিনকে ছিনিয়ে নিয়েছিল তা অনেকেই প্রত্যক্ষ করেছেন। আমরা যেমন বলি তাকে নিয়ে যাওয়া হয়েছে। তবে গোয়েন্দা পুলিশ তা মানতে নারাজ।

রবিনকে অবিলম্বে তার পরিবারের কাছে ফিরিয়ে দিতে হবে বলে অনুরোধ জানিয়েছেন রুহুল কবির রিজভী। অন্যথায় তাকে মারাত্মক পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।