গণমাধ্যম কর্মীদের উদ্দেশে একটি ভিডিও ক্লিপ তুলে ধরে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, ‘চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেনের সাথে ফেনীর বিএনপিকর্মী মোবারক হোসেনের ফোনের কথোপকথন প্রমাণ করে এটি সাংবাদিকদের উপর বিএনপি পরিকল্পিতভাবে হামলা করেছে।’
তিনি বলেন, ‘উনারা (বিএনপি) নিজেরা গাড়িবহরে হামলা চালিয়ে আমাদের (আ.লীগ) উপর দায় চাপাতে চাচ্ছে। সাংবাদিকদের গাড়িতে যারা হামলা চালিয়েছে তাদের শাস্তির আওতায় আনা হবে। কারা হামলা করেছে তা বের করে সকলের সামনে আনা হবে।’
সোমবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে গরিব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে এনাম-অানার জনকল্যাণ ফাউন্ডেশন।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘এটা ছিল তাদের পরিকল্পিত হামলা। এই হামলার নিন্দা জানায়। প্রশাসনের প্রতি আহব্বান জানায় কারা এই ঘটনার সাথে জড়িত তাদের বের করে এনে ষড়যন্ত্রকারীদের মুখস উম্মোচন করা হোক।’
হানিফ বলেন, ‘উনি (খালেদা জিয়া) তিন মাস পরে এসে রোহিঙ্গাদের উপর দরদ দেখাতে গেছেন। যেহেতু এতই ইচ্ছা তাহলে কেন বিমানে গেলেন না। একটা রাজনৈতিক ইস্যু তৈরি করতে চেয়েছেন।’
সংগঠনটির চেয়ারম্যান আকরামুল ইসলাম খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ক্যাপ্টেন (অবঃ) এবি তাজুল ইসলাম, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি শাবান মাহমুদ, স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি অধ্যাপক ডা. আব্দুল আজিজ।
বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ৩০ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ