বঙ্গবন্ধু এভিনিউয়ে শান্তি সমাবেশে নেতা-কর্মীদের ঢল

বঙ্গবন্ধু এভিনিউয়ে শান্তি সমাবেশে নেতা-কর্মীদের ঢল
বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ আয়োজনে শান্তি সমাবেশ - সংগৃহীত ছবি

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের যৌথ আয়োজনে শান্তি সমাবেশ শুরু হয়েছে।

সমাবেশকে কেন্দ্র করে বঙ্গবন্ধু এভিনিউয়ে নেতা-কর্মীদের ঢল নেমেছে। ঢাকা মহানগর দক্ষিণের অন্তর্গত বিভিন্ন থানা ও ওয়ার্ড কমিটি থেকে সমাবেশে যোগ দিতে আসা নেতা-কর্মীরা বিভিন্ন মিছিল-স্লোগানে যোগ দিয়েছেন সমাবেশে। নেতা-কর্মীদেড় আগমনে ভরে গেছে সমাবেশস্থল।

আজ শনিবার বিকেল তিনটায় এই সমাবেশ শুরু হয়। সমাবেশ শুরুর পরেও নেতা-কর্মীদের একের পর এক মিছিল এসে যোগ দিচ্ছে।

এ সময় সমাবেশে যোগ দিতে আসাদের হাতে দেখা যায় নিজ নিজ নেতার নাম ও ছবি সম্বলিত ব্যানার। তারা দলের পক্ষে, বিএনপিবিরোধী এবং নিজ নিজ নেতার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

বিকেল ৪টা নাগাদ নেতাকর্মীদের উপস্থিতিতে পরিপূর্ণ হয়ে ওঠে পুরো বঙ্গবন্ধু এভিনিউ। তারা সড়কের দুই পাশের ফুটপাত দখল করে দাঁড়ান। কেউ বসার জায়গা না পেয়ে মঞ্চের সামনে রাস্তায় বসে পড়েন।