
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র করছে উল্লেখ করে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত বলেছেন, ভোটারদের এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
আজ ছুটির দিন শুক্রবার সকালে মহাখালীর সাততলা বস্তি এলাকা থেকে প্রচার শুরু করেন নৌকার প্রার্থী। সংক্ষিপ্ত পথসভায় তিনি বলেন, উপনির্বাচন হলেও এই ভোটে নৌকার গণজোয়ার তৈরি হয়েছে। ভোটারদের কেন্দ্রে আনা গেলে নৌকার জয় সুনিশ্চিত।
তিনি বলেন, আর সব কিছুর মতোই ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়েও ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। এ ব্যাপারে সতর্ক থাকতে দলীয় নেতা কর্মীদের প্রতি আহবান জানান মোহাম্মদ আরাফাত। উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে নৌকায় ভোট চান তিনি।
আরাফাত বলেন, আমাদের বৃহত্তর রাজনৈতিক লড়াই হচ্ছে স্বাধীনতাবিরোধী ও মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির বিরুদ্ধে লড়াই। যারা বাংলাদেশ ও নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, আমাদের লড়াই তাদের বিরুদ্ধে। তাই স্বাধীনতা বিরোধীদের বিপক্ষে বিজয় নিশ্চিত করতে চাই।
তিনি বলেন, আওয়ামী লীগকে সব সময় ষড়যন্ত্র করে পরাজিত করা হয়েছে। জনগণকে কখনও আওয়ামী লীগের বিপক্ষে দাঁড় করানো যায়নি। বিএনপি-জামাত নির্বাচনে অংশগ্রহণ না করে ষড়যন্ত্র করছে। সাধারণ ভোটারদের নির্বাচনে ভোটদানে নিরুৎসাহিত করছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে ১৭ জুলাই আমাদের নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, সহ-সভাপতি এম এ কাদের খান, ওয়াকিল উদ্দিন, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর আহমেদ শামীম প্রমুখ।