ব্যক্তিগত সহকারী মোহাম্মদ রাসেল জানান, দুপুর সোয়া দুইটার দিকে ঢামেক হাসপাতালে মৃত্যু হয় সিরাজুল আলম খানের। বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।
বাংলাদেশের রাজনীতির রহস্য পুরুষ হিসেবে পরিচিত সিরাজুল আলম খান আর নেই। তার বয়স হয়েছিল ৮২ বছর।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে শুক্রবার এ রাজনৈতিক তাত্ত্বিকের মৃত্যু হয়।
ব্যক্তিগত সহকারী মোহাম্মদ রাসেল জানান, দুপুর সোয়া দুইটার দিকে ঢামেক হাসপাতালে মৃত্যু হয় সিরাজুল আলম খানের। বৃহস্পতিবার রাতে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়েছিল।
তিনি জানান, সিরাজুল আলম খানকে ২০ মে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরে তাকে নেয়া হয় আইসিইউতে।
এর আগে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) একাংশের সভাপতি ও সিরাজুল আলম খানের ঘনিষ্ঠ শরীফ নুরুল আম্বিয়া গণমাধ্যমকে বলেন, ‘সিরাজুল আলম দাদা ভাইয়ের পরিবার নিশ্চিত করেছে যে, তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আইসিইউতে লাইফ সাপোর্টে ছিলেন।’
সিরাজুল আলম খানের ঘনিষ্ঠ ইয়াসমিন ইতি রাজনৈতিক তাত্ত্বিকের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দিয়ে ক্যাপশনে লিখেন, ‘আমার বাপি দাদা সিরাজুল আলম খান আর নেই। আমি খুব খারাপ একটা মেয়ে যে বাবার এই সময়ে পাশে থাকতে পারল না।’
রাজনৈতিক তাত্ত্বিক, রাজনৈতিক বিশ্লেষক ও লেখক সিরাজুল আলম খান বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্থপতি হিসেবেও পরিচিত। তিনি ১৯৬২ সালে ‘স্বাধীন বাংলা নিউক্লিয়াস’ প্রতিষ্ঠা করেন।
১৯৪১ সালের ৬ জানুয়ারি নোয়াখালীতে জন্ম সিরাজুল আলম খানের। তিনি ছিলেন খোরশেদ আলম খান ও সৈয়দা জাকিয়া খাতুন দম্পতির দ্বিতীয় সন্তান।
বাবা সরকারি চাকরিজীবী হওয়ায় তার বদলির সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় থাকার অভিজ্ঞতা হয়েছে সিরাজুল আলম খানের। ১৯৫৬ সালে খুলনা জেলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাস করেন তিনি। তিনি ১৯৫৬ থেকে ১৯৫৮ সময়কালে ঢাকা কলেজ এবং ১৯৫৮ থেকে ১৯৬২ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন।
সিরাজুল আলম খানের বাবা খোরশেদ আলম খান স্কটল্যান্ডের এডিনবরায় পড়ালেখা করেন। শৈশব থেকেই বাবাকে পথপ্রদর্শক হিসেবে পেয়েছিলেন এ রাজনৈতিক তাত্ত্বিক।