আটকের কয়েক ঘণ্টা পর জামায়াতের ৪ নেতা মুক্তি পেলেন

আটকের কয়েক ঘণ্টা পর জামায়াতের ৪ নেতা মুক্তি পেলেন
জামায়াত নেতাদের সঙ্গে কথা বলছে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ - সংগৃহীত ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কার্যালয়ের গেট থেকে আটক হওয়া জামায়াতের চার নেতা মুক্তি পেয়েছেন। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা মহানগর মেট্রোপলিটন পুলিশ তাদের গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে মুক্তি দিয়েছে। এ সময়ে আটক নেতাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করা হয়। তবে তাদের বিরুদ্ধে কোনো মামলা না থাকায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছেড়ে দেওয়া হয়।

সোমবার (২৯ মে) রাত পৌনে নয়টার দিকে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ শাখা থেকে দেশের একটি শীর্ষ স্থানীয় পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করা হয়। এর আগে বিকেলে রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি পালনের অনুমতি চাইতে গিয়ে জামায়াতের ৪ নেতাকে আটক করা হয়। তাদের ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদরদপ্তরের সামনে থেকে আটক করা হয়।

জামায়াতের ওই ৪ নেতা হলেন সুপ্রিম কোর্টবারের সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সাইফুর রহমান, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট ড. গোলাম রহমান ভুইয়া, সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল বাতেন ও সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীন ভুইয়া।

ডিএমপি জনসংযোগ শাখা থেকে বলা হয়, ডিএমপি কমিশনারের সঙ্গে যেন কোনো মামলার আসামি সাক্ষৎ করতে না পারেন, এজন্য জামায়াত নেতাদের আটক করা হয়েছিল। আটকের পর তারা মালিবাগে পুলিশের সঙ্গে জামায়াত নেতাকর্মীদের মারামারির ঘটনায় দায়ের করা মামলার আসামি কি-না, সেটা দেখা হয়। তারা কোনো মামলার আসামি না হওয়ায় ছেড়ে দেওয়া হয়। একজনের নামে মামলা থাকলেও তিনি বর্তমানে জামিনে আছেন।

আগামী ৫ জুন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করতে চায় জামায়াতে ইসলামের ঢাকা মহানগর দক্ষিণ শাখা। এ কর্মসূচি পালনের অনুমতি চাইতে জামায়াতের প্রতিনিধি দলটি ডিএমপি কার্যালয়ে গিয়েছিল।