৭৫ পরবর্তী বাংলাদেশ। বাবা মা সহ পরিবারের সকল সদস্যকে হারিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে প্রায় ছ-বছর পরবাসে থাকতে হয়। এরপর নানা চড়াই উৎরাই পেড়িয়ে ১৯৮১ সালের ১৭ই মে শেখ হাসিনা দেশে ফিরেন।
হাল ধরেন বিভক্তপ্রায় খেই হারিয়ে ফেলা আওয়ামী লীগের। দলকে তৃণমূল পর্যন্ত গুছিয়ে তুলতে চষে বেড়ান পথ প্রান্তর। ফলশ্রুতিতে ১৯৯৬ সালে স্বাধীনতা উত্তর বাংলাদেশে প্রথমবার ক্ষমতায় আসে আওয়ামী লীগ।
দলটির উপদেষ্টামন্ডলীর সদস্য আমির হোসেন আমুর মতে, সেদিন শেখ হাসিনার দেখানো পথেই দিশা খুঁজে পেয়েছে আওয়ামীলীগ।
শেখ হাসিনার ফিরে আসাই বাঙ্গালীর ভাগ্য ফিরিয়েছে বলে দাবী মাহবুবউল আলম হানিফের। তার মতে বাংলাদেশের যা উন্নয়ন তার সবই বঙ্গবন্ধু কন্যার অবদান।
নেতারা মনে করেন শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যতের বাংলাদেশ হাঁটবে আরও সমৃদ্ধির পথে।