আগামী শনিবার বিএনপি নয়াপল্টনে সমাবেশ করবে

আগামী শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায়, গায়েবি মামলায় নির্বিচারে গ্রেফতার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে দুপুর ২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

আজ বুধবার রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের রাজনৈতিক পরিস্থিতি এক উপসংহারহীন অবস্থার দিকে টেনে নিয়ে যাচ্ছেন। গায়েবি মামলা এই সরকারের উদ্দেশ্যপ্রণোদিত অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিএনপির মৃত নেতা, অসুস্থ নেতা ও বিদেশে অবস্থান করছেন এমন নেতাদের নামেও গায়েবি মামলা দিয়ে আওয়ামী লীগ সরকার দেশে-বিদেশে তামাশার পাত্রে পরিণত হয়েছে।

রিজভী বলেন, এই সরকারের অনাচারের বিরুদ্ধে জনগণ ফুঁসে উঠেছে। সরকারের বিরুদ্ধে এই মুহূর্তে একযোগে মাঠে নামাটা এখন নাগরিক কর্তব্য। দলমত-পেশা নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে রাজপথে ঝাঁপিয়ে পড়তে হবে।