রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য কক্সবাজারের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে গুলশানের বাসভবন থেকে তিনি রওনা দেন। দীর্ঘদিন পর ঢাকার বাইরে ৪ দিনের সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। ফেনীতে যাত্রাবিরতি ও রাতে চট্টগ্রামে থাকবেন তিনি। রোববার খালেদা জিয়ার কক্সবাজার পৌছানোর কথা।
এদিকে যাত্রাপথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ কাঁচপুর এলাকায় দীর্ঘ যানজটে পড়ে খালেদা জিয়ার গাড়িবহর। দুই ঘণ্টা ধরে সেখানে আটকে থাকার পর গাড়ি থেকে নেমে যানজট নিরসনে কাজ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তাকে দেখা যায় ট্রাফিক পুলিশকে সাথে নিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাক ও অন্যান্য গাড়ির চালকদের নির্দেশনা দিচ্ছেন বিএনপি মহাসচিব।
আগামী সোমবার বালুখালি-১ ও ২, ময়নাগুনা হাকিমপাড়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে চট্টগ্রামে এসে থাকবেন খালেদা জিয়া। ৩১ অক্টোবর ঢাকায় ফেরার কথা রয়েছে তার। চার দিনের সফরে খালেদা জিয়া বেশ কয়েকটি পথসভা করারও কথা রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ২৮ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এস