কাউন্টার প্রোগ্রাম দেওয়া ছাড়া আ.লীগের বিকল্প নেই: আমীর খসরু

আওয়ামী লীগ জনবিচ্ছিন্ন হয়ে পড়ে কাউন্টার প্রোগ্রাম দিচ্ছে, কাউন্টার প্রোগ্রাম দেওয়া ছাড়া তাদের বিকল্প নেই বলে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী মন্তব্য করেছেন।

আজ শনিবার (৪ মার্চ) বিকেলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডাবলমুরিং থানা বিএনপির উদ্যোগে আয়োজিত চৌমুহনী মোড়ে অনুষ্ঠিত পদযাত্রা পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশের মালিক হচ্ছে দেশের জনগণ,এই দেশের জনগণ চোরদের হাতে তাদের ভাগ্য তুলে দিতে পারে না। আওয়ামী লীগ বলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া নাকি রাজনীতি করতে পারবে কিন্তু নির্বাচনে অংশ নিতে পারবে না। মামার বাড়ির আবদার, মনে হচ্ছে দেশটা তাদের জমিদারি, যা বলবে তাই মানতে হবে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ যতই চেষ্টা করুক ক্ষমতায় টিকে থাকতে পারবে না, দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না। তাদেরকে বিদায় নিতে হবে, তাদেরকে বিদায় করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হবে।

ডাবলমুরিং থানা বিএনপির সভাপতি মো. সেকান্দর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বাদশা মিয়ার পরিচালনায সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক এস এম সাইফুল আলম মো. নাজিমুর রহমান মহানগর বিএনপির সদস্য সাবেক কাউন্সিলর আবুল হাসেম ও বিএনপি নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম সাজ্জাদ, মহানগর বিএনপির সদস্য মনজুর আলম চৌধুরী, মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন প্রমুখ ।

এদিকে পথযাত্রা শুরুর আগে ডবলমুরিং থানার বিভিন্ন ওয়ার্ড পাড়া মহল্লা থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা চৌমুহনী মোড়ে জমায়েত হতে থাকে। পরে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মিছিল চৌমুহনী হয়ে হাজীপাড়া পানওলা পাড়া ব্যাপারীপাড়া মোড় হয়ে অ্যাক্সেস রোড হয়ে বড়পোল মোড়ে গিয়ে শেষ হয়।

আমীর খসরু সেখানে থেকে আকবর শাহ থানা বিএনপির উদ্যোগে আয়োজিত পদযাত্রায় অংশ নেন। সেখানে প্রধান অতিথি বক্তব্য রাখেন। উক্ত সমাবেশে আর বক্তব্য দেন মহানগর বিএনপির সদস্য মনজুর আলম চৌধুরী, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দীপ্তি প্রমুখ।