সংসদ ভেঙে সেনা মোতায়েন করুন: ফখরুল

আগামী জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সেনা মোতায়েন ও সংসদ ভেঙে দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় যুবদলের ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, নির্বাচনকালীন সহায়ক সরকার গঠন, সংসদ ভেঙে দেয়া এবং সেনা মোতায়েন না হলে নির্বাচন অর্থবহ হবে না। এমতাবস্থায় নির্বাচন আগের নির্বাচনের পুনরাবৃত্তি হবে। তিনি বলেন, নির্বাচন কমিশনের সংলাপ লোক দেখানো ও আইওয়াশ। সুতরাং সংসদ ভেঙে দিয়ে নির্বাচনে সেনা মোতায়েন না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোরতাজুল করিম বাদরু, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, ২৭ অক্টোবর  ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/কেএসপি