নেত্রীকে মারধর, বাংলা কলেজ ছাত্রলীগের সভাপতি বহিষ্কার

মিরপুর সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান অনিককে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। মঙ্গলবার রাতে বাঙলা কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি শুভ্রা মাহমুদ জ্যোতিকে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ তাকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন শাহাজাদা সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, সংগঠনের নিয়ম শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মঙ্গলবার রাতেই তাকে বহিষ্কার করা হয়েছে।

মজিবুর রহমান অনিকের বহিষ্কারের বিষয়ে জানতে চাইলে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ এস এম জাকির হোসাইন বলেন, সংগঠনের কোনো সদস্যের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাওয়া যায় তাকে সংগঠনে রাখা কোনো সুযোগ নেই। সেই হিসেবে অনিককে বহিষ্কার করা হয়েছে।

প্রসঙ্গত, মিরপুর সরকারি বাঙলা কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মজিবুর রহমান অনিকের বিরুদ্ধে মারধর ও লাঞ্ছিত করার অভিযোগ এনেছেন একই কলেজের ছাত্রলীগের সহসভাপতি শুভ্রা মাহমুদ জ্যোতি।

অভিযুক্ত অনিক ছাত্রলীগের কাফরুল থানার নেত্রী ও মিরপুর বাঙলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্সের ছাত্রী ফাতেমাতুজ জোহরা বৃষ্টির আত্মহত্যার প্ররোচনা মামলারও এজহারভুক্ত ২নং আসামি।

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, ২৫ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ

Scroll to Top