জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক রওশন এরশাদ জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত নেতা-কর্মীদের দলে ফিরিয়ে নিতে পার্টির চেয়ারম্যান জিএম কাদরকে নির্দেশ দিয়েছেন। আজ বুধবার রওশন এরশাদ তার সংসদের প্যাডে সই করা এক চিঠিতে এই নির্দেশনা দেন।
চিঠিতে রওশন এরশাদ উল্লেখ করেন, ‘গঠনতন্ত্রের ২০-এর উপধারা-১ অনুযায়ী প্রধান পৃষ্ঠপোষকের ক্ষমতাবলে চেয়ারম্যানের বিশেষ ক্ষমতা এবং মৌলিক অধিকার পরিপন্থী ধারা ২০-এর উপধারা ১ (১) – এর ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ এবং উপধারা ২-এর ক, খ, গ এবং উপধারা-৩ এ বর্ণিত অগণতান্ত্রিক ও স্বেচ্ছাচারীমূলক বিধান স্থগিত করে জাতীয় পার্টির অব্যাহতিপ্রাপ্ত ও কমিটি থেকে বাদ দেওয়া সব নেতা-কর্মীকে পার্টিতে অন্তর্ভুক্তির আদেশ দেওয়া যাচ্ছে।’
চিঠিতে রওশন এরশাদ আরও বলেন, সদ্য অব্যাহতিপ্রাপ্ত মসিউর রহমান রাঙ্গা, জিয়াউল হক মৃধা, আবদুল গাফফার বিশ্বাস, এম এ সাত্তার, দেলোয়ার হোসেন খান, জাফর ইকবাল সিদ্দিকী, কাজী মামুনুর রশীদ, ইকবাল হোসেন রাজু আরও অনেককে দলে আগের পদে ফিরিয়ে নেওয়ার নির্দেশ প্রদান করেন।