উদ্ধার হলো জি এম কাদেরের মোবাইল ফোন

বিরোধীদলীয় উপনেতা ও জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের ছিনতাই হওয়ার সপ্তাহ খানেক পর পুলিশ মোবাইল ফোন উদ্ধার করেছে। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে পাঁচজনকে।

গতকাল (বুধবার ৭ সেপ্টেম্বর) রাতে ফোনটি উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উত্তরা বিভাগ উপপুলিশ কমিশনার (ডিসি) মোরশেদ আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, জি এম কাদেরের আইফোন ১২ প্রো ম্যাক্স মডেলে মোবাইলটি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া এ ঘটনায় পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। বিকেল জি এম কাদেরের কাছে মোবাইল ফোনটি পৌঁছানো হবে।

প্রসঙ্গত, গত ৩১ আগস্ট রাতে বাসায় যাওয়ার পথে জি এম কাদেরের মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায় এক ছিনতাইকারী।

ওই সময় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের গণমাধ্যমকে বলেন, গত ৩১ আগস্ট রাত ১১টায় ব্যক্তিগত গাড়িতে করে বাসায় ফিরছিলাম। রাজধানীর বিমানবন্দর এলাকায় গাড়ির এসি কাজ না করায় জানালার গ্লাস খুলে রাখি। এর মধ্যে ফোনে কথা বলার সময় হঠাৎ এক যুবক ফোনটি নিয়ে পালিয়ে যায়। আমার গাড়িচালক ছিনতাইকারীর পিছু নিলেও ধরা সম্ভব হয়নি। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করেছি।

প্রসঙ্গত, এদিকে ঠিক একই কায়দায় গত বছরের ৩০ মে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের মোবাইল ফোন ছিনতাই হয়। ছিনতাইকারী মন্ত্রীর গাড়ির খোলা জানালা দিয়ে তার হাত থেকে ফোনটি ছোঁ-মেরে নিয়ে উধাও হয়। যদিও প্রায় দেড় মাস পর পরিকল্পনামন্ত্রীর মোবাইলটি উদ্ধার করা হয়।

Scroll to Top