ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাট জামিনে কারামুক্ত হয়ে এবার ছেড়েছেন হাসপাতাল। হাসপাতাল ছেড়েই তিনি ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করতে যান। এ সময় হাজারো নেতাকর্মী তার সঙ্গে ছিলেন।হাসপাতালের ছাড়পত্র
হাসপাতাল ছাড়ার বিষয়টি নিশ্চিত করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের কার্ডিওলজিস্ট বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনিট প্রধান ডা. মো. রসুল আমিন (শিপন)। তিনি বলেন, ‘গতকালই তাকে আমরা হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়েছি। তিনি আজ শুক্রবার দুপুরের দিকে হাসপাতাল ছেড়েছেন।’
এর আগে গত সোমবার ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক আসাদ মো. আসিফুজ্জামান সম্রাটের জামিন মঞ্জুর করেন। পরে সন্ধ্যয় তার জামিনসংক্রান্ত কাগজপত্র কারাগারে পৌঁছয়।
২০১৯ সালে ক্যাসিনো কারবারে জড়িত থাকার অভিযোগে সম্রাটকে গ্রেফতার করে র্যাব। সে সময় সম্রাটের বিরুদ্ধে চারটি মামলা হয়। সেসব মামলায় বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেওয়া হয় তাকে। রিমান্ড শেষে এসব মামলায় আড়াই বছরের বেশি সময় ধরে কারাগারে আটক ছিলেন সম্রাট। গত এপ্রিল মাসে তিন মামলায় এবং মে মাসে দুদকের মামলায় জামিন পেয়েছিলেন তিনি। তবে দুদকের এক মামলায় হাইকোর্টে জামিন স্থগিত হওয়ার পর ফের আত্মসমর্পণ করে কারাগারে যেতে হয় সম্রাটকে।