রাতে রাজধানীর পল্টনে হরতালের সমর্থনে আগুন-ভাংচুর, আটক ৪

জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাম জোটের ডাকা হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল করার সময় চারজনকে আটক করেছে পুলিশ। এরমধ্যে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল রয়েছেন।

গতকাল বুধবার (২৪ আগস্ট) দিবাগত রাত পৌনে ১১টায় রাজধানীর পল্টন মোড় থেকে তাদের আটক করা হয়।

তারা এ সময় টায়ারে আগুন দেয়ার পাশাপাশি বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে পল্টন থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সালাউদ্দিন মিয়া জানিয়েছেন।

ওসি আরও জানান, রাত পৌনে ১১টায় পল্টন মোড়ে আগামীকাল বৃহস্পতিবার ডাকা বাম জোটের হরতালের সমর্থনে একটি মিছিল বের করা হয়। এ মিছিল থেকে রাস্তায় গাড়ির টায়ারে অগ্নিসংযোগ করার পাশাপাশি বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ সময় গাড়িতে ভাঙচুর ও টায়ারে অগ্নিসংযোগের ঘটনায় চারজনকে আটক করা হয়েছে। তারা হলেন- ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক দীপক শীল, মানিকগঞ্জ জেলার সভাপতি এমআর লিটন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের ছাত্র নেতা শাকিল ও সুজন।

ওসি মো. সালাউদ্দিন মিয়া জানিয়েছেন, আটককৃতরা বর্তমানে থানায় রয়েছেন। রাস্তার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Scroll to Top